বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-০৪-৩০ ১৮:৩০:১৪  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লার বিশিষ্ট ব্যবসায়ী ফিমজোনের কর্ণধার মোহাম্মদ ইলিয়াছের পিতা, চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া নগরপাড়া নিবাসী, প্রবীণ ব্যবসায়ী, সমাজকর্মী, শিক্ষানুরাগী, দানবীর আলহাজ্ব জাকির হোসেন সওদাগর গতকাল (২৯ এপ্রিল ২০১৯) রাত ১২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…. রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৫ বছর। তিনি ২ ছেলে, ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ (৩০ এপ্রিল ২০১৯) সকাল ১১টায় চন্দনাইশের শাহ আমানত মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন ঐতিহ্যবাহী বাঁশখালী কালিপুর দরবার শরিফের সাজ্জাদানশীন শাহসুফি সৈয়দ মাওলানা জগলুল ইসলাম মিয়া (ম.জি.আ)। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জাকির হোসেনের ইন্তেকালে শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চন্দনাইশ উন্নয়ন ফোরামের সভাপতি রেজাউল করিম তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু বক্কর, সাধারণ সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন, যুগ্ম সম্পাদক এ কে এম আবু ইউসুফ, চন্দনাইশ উন্নয়ন ফোরামের কর্মকর্তা আবদুর রহিম, অ্যাডভোকেট খায়ের আহমদ, মোহাম্মদ নজরুল ইসলাম, আলমগীর ইসলাম বৈদী, মোহাম্মদ শহিদুল আলম, মোহাম্মদ আলী, রিয়াজুল ইসলাম, জহির উদ্দিন, মো. সাইফুদ্দিন, সাফাত বিন সানাউল্লাহ প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা