বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমানের ইন্তেকাল

  প্রকাশ : ২০২২-১২-০৭ ১১:৩০:৫১  

                       অধ্যক্ষ মাওলানা আমিনুর রহমানের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ

পরিস্থিতি২৪ডটকম/(সৈয়দ শিবলী ছাদেক কফিল ): চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা ও পৌরসদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, গ্রন্থপ্রণেতা, অনুবাদক হজরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আমিনুর রহমান আল-ক্বাদেরী ৬ ডিসেম্বর ২০২২ মঙ্গলবার রাত ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বৎসর। তিনি স্ত্রী, ১পুত্র ২ কন্যাসহ বহু আত্মীয়, গুণগ্রাহী রেখে যান। ৭ ডিসেম্বর বুধবার বাদে আসর জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসা মাঠে হুজুরের নামাজে যানাজা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, তিনি চন্দনাইশ মাওলানা মঞ্জিলের রাহবার, জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মুফতি মাওলানা মুহাম্মদ শফিউর রহমান (রহ.)এর নাতি এবং ঐ জোয়ারা ইসলামিয়া ফাযিল মাদরাসারই সাবেক অধ্যক্ষ মরহুম মাওলানা মাহমুদুর রহমান (রহ.)এর প্রথম পুত্র।
তাঁর মৃত্যুতে চট্টগ্রাম- ১৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরী, সাবেক মন্ত্রী আলহাজ্ব ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম, সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান, সাবেক সাংসদ আলহাজ্ব ইঞ্জিনিয়ার আফসার উদ্দিন আহমেদ, রাজনীতিবিদ আলহাজ্ব ডা. শাহাদাত হোসেন, চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল জব্বার চৌধুরী, চন্দনাইশ পৌরসভা মেয়র আলহাজ্ব মু. মাহাবুবুল আলম খোকা, চন্দনাইশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, সেক্রেটারি মুহাম্মদ এরশাদ, বরমা প্রেসক্লাব সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজীব আচার্য্য, দোহাজারী প্রেসক্লাব সভাপতি এম এ রাজ্জাক রাজ, সেক্রেটারি নাসির উদ্দীন বাবলু প্রমুখ গভীর শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রে :
চন্দনাইশ উপজেলা সদরস্থ ঐতিহাসিক জোয়ারা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ, বাংলাদেশ মুসলমান ইতিহাস সমিতির প্রধান উপদেষ্টা, জগৎবিখ্যাত পণ্ডিত, বিশিষ্ট লেখক, ইতিহাসবেত্তা ও বহু গ্রন্থপ্রণেতা অধ্যক্ষ আলহাজ মাওলানা আমিনুর রহমানের ইন্তেকালে শোক প্রকাশ করেছেনন চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন , সাধারণত সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ ইউনুস কুতুবী, প্রাক্তন সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা