বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মো. হোসেন মুরাদ : মেধাবী শিক্ষার্থীরাই গড়বে আগামীর ভবিষ্যৎ

  প্রকাশ : ২০১৮-১২-২২ ১০:৩৫:১৯  

পরিস্হিতি২৪ডটকম : আজ ২২ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম নটরডেম স্কুল এন্ড কলেজে বার্ষিক ফলাফল প্রকাশ অনুষ্ঠান বিদ্যালয়ের উপাধ্যক্ষ আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিক্ষাবিদ ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ। শিক্ষক জিটন গুপ্তের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক বহদ্দারহাট শাখার ডেপুটি ম্যানেজার আহসানুল হক চৌধুরী, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান, সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, প্রিমিয়ার ব্যাংকের অফিসার মোহাম্মদ ওসমান গণি, কর্নেল অলি আহমদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মিন্টু কুমার দাশ। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক নবির হোসেন, শাহেদ, জোবাইদা সুলতানা, উর্বশী মল্লিক, নুরুল ইসলাম, রিপন আহমেদ, উসমান গণি, পারভিন আকতার, শাহীনা আবেদ, হাফিজা বেগম, মুমু দত্ত প্রমুখ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, বিশ্ব আজ হাতের মুঠোয়। বিশ্বায়নের এই যুগে মেধাবী ছাত্রছাত্রীরাই নেতৃত্ব দেবে। নীতি নৈতিকতা সম্পন্ন মেধাবী শিক্ষার্থীরা সফলতার শিখরে আরোহণ করে। গতানুগতিক পড়ালেখার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা করলেই নৈতিক অবক্ষয় থেকে রক্ষা পাওয়া সম্ভব। আগামী বিশ্বের ভবিষ্যৎ মেধাবী শিক্ষার্থীরাই। অনুষ্ঠান শেষে ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে শ্রেণিভিত্তিক ফলাফল ঘোষণা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা