বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকীতে বক্তারা : প্রীতিলতার আত্মদানে ভারতের স্বাধীনতা অর্জন

  প্রকাশ : ২০১৯-০৫-০৫ ১৬:৪৬:২৪  

পরিস্হিতি২৪ডটকম : বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার স্মৃতি পরিষদ চট্টগ্রাম আয়োজিত বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন, প্রীতিলতার আত্মদানে ভারত মহাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে। তিনি চট্টগ্রামের মানুষ হলেও সমগ্র ভারতীয় উপমহাদেশের গর্বের প্রতীক। তাঁর মতো মহৎ দেশপ্রেমিক বর্তমান সমাজে বিরল। তাঁর জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধা। ৫ মে ২০১৯ রবিবার সকালে প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও প্রীতিলতা ওয়াদ্দেদারের পাহাড়তলীস্থ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেছেন। স্মৃতি পরিষদের সভাপতি অ্যাডভোকেট খায়ের আহমদের সভাপতিত্বে এই সভায় আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক নুর মোহাম্মদ রানা, পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন, ইতিহাসবিদ অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ কুতুবী, বাপউস এর সাংগঠনিক সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দীন,অধ্যাপক দিদারুল আলম চৌধুরী, অনুতোষ দত্ত বাবু, ভবতোষ সরকার, নয়ন বড়ুয়া, ডা. অঞ্জন দে, সুমন চৌধুরী, প্রবীণ শিাবিদ জীতেন্দ্রলাল বড়ুয়া প্রমুখ। সভার কর্মসূচিতে সকালে ইউরোপিয়ান কাব সম্মুখে প্রীতিলতার ভাস্কর্যে পুষ্পমাল্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালনের মধ্য দিয়ে তাঁর স্মৃতির প্রতি সম্মান জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা