বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে শ্রমিক সমাবেশ

  প্রকাশ : ২০১৯-০৫-০৫ ১৬:৪২:৫৮  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে ১লা মে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে পরিবহন শ্রমিকদের ৮ কর্মঘন্টা নির্ধারণসহ ১২ দফা দাবি বাস্তবায়নের দাবীতে চট্টগ্রাম নগরীর খুলশীস্থ পাহাড়তলী রেলওয়ে স্কুল মোড়ে সকাল ১০টায় এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি মো: মিনহাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার সহ সভাপতি, বিশিষ্ট শ্রমিক নেতা হাবিবুর রহমান হাবিব।
শ্রমিক সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকদের বর্তমান বাজার দর অনুযায়ী বেতন, ভাতা, খোরাকী, চিকিৎসা এবং ২ ঈদ ও পূজায় বোনাস প্রদান করতে হবে। চট্টগ্রামে পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করে যানজট নিরসন করতে হবে। চট্টগ্রাম নগরীর বাস টার্মিনাল থেকে অবৈধ চাঁদা আদায় বন্ধ করতে হবে। শ্রমিকদের জন্য কল্যাণ তহবিল বিল অবিলম্বে বাস্তবায়ন করতে হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক মো: কালিম শেখের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মো: সাঈদুল কবির, খুলশী থানা আওয়ামী লীগের সদস্য নূরুল আলম রাহাত, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ খুলনা মহানগরের সহ সভাপতি মো: ফারুক হোসেন, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন, বিপনী বিতান দোকান কর্মচারী ইউনিয়ন চট্টগ্রামের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ চট্টগ্রাম মহানগর শাখার কার্যকরী সভাপতি মো: বেলাল হোসেন, সহ সভাপতি মো: জাহাঙ্গীর আলম, ফিরোজ আহমেদ, দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক সিদ্দিক মিয়া, কোষাধ্যক্ষ মো: গাজী আব্দুল্লাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: বায়োজিদ ফিরোজী, শিক্ষা বিষয়ক সম্পাক মো: হেলাল উদ্দিন, শ্রমিক কল্যাণ সম্পাদক মো: মিজান, কার্যনির্বাহী সদস্য মো: বেলাল হোসেন, মো: গোলাম মোস্তফা, মো: এনাম, জয়নাল শেখ, সেলিম ড্রাইভার, মো: জসিম প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা