বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে প্রয়োজন বিপন্ন পরিবেশের ব্যাপারে আওয়াজ তোলা : বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র স্থায়ী কমিটির সভায় বক্তারা

  প্রকাশ : ২০১৯-০৭-১৭ ২০:৪৭:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : নগরীর চান্দগাঁও থানাধীন পুরাতন চান্দগাঁওস্থ চান্দগাঁও ডেন্টাল কেয়ারে গতকাল ১৬ জুলাই মঙ্গলবার সন্ধ্যা ৭ ঘটিকার সময় বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। এতে উপস্থিত ছিলেন, সংগঠনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী মোর্শেদ, সাংগঠনিক সম্পাদক ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, সিনিয়র সদস্য সুরেশ দাশ, স্থায়ী সদস্য মেরিনা সিদ্দিকী নেলী, ফাতেমা বেগম, মোঃ আবু তাহের, মোঃ বেলাল উদ্দিন চৌধুরী, সঞ্চয়ন বড়ুয়া, শওকত হোসেন, জাহাঙ্গীর আলম প্রমূখ। সভায় সংগঠনের বিভিন্ন কর্ম পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয় এবং পরিবেশ দূষণকারীদের সতর্ক করার লে জনসচেতনতা সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বদলে যাচ্ছে প্রকৃতির রং তাতে প্রকৃতির বৈরী আচরণ ক্রমেই বাড়ছে। এই বার্তা পরিবেশের জন্য অশুভ। প্রকৃতির বৈরিতার ফলে দুর্ভোগ দূর্গতির শেষ নাই। বিষয়টি আমলে নিয়ে উত্তরণ ঘটাতে হবে। পরিবেশ বিপর্যয় থেকে বাঁচতে প্রয়োজন বিপন্ন পরিবেশের ব্যাপারে আওয়াজ তোলা। বিশ্ব বিবেককে জাগ্রত করা। বর্তমানে যেভাবে পাহাড় কাটা হচ্ছে, গাছ কেটে বন উজাড় করা হচ্ছে ও নদী দূষণ করা হচ্ছে তাতে ধ্বংস হচ্চে পরিবেশের ভারসাম্য। নানান কারণে দূষণ হচ্ছে কর্নফুলী নদী, যা আজ প্রায়। আমাদের উচিত জনসচেতনতা সৃষ্টি করে নদী দূষণকে রক্ষা করা। পাহাড় ও বৃক্ষ নিধন বদ্ধ করা। এই বিষয়ে সোচ্চার না হলে সামগ্রিক উন্নয়ন ব্যাহত হবে।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা