বাংলাদেশ, , বুধবার, ১ মে ২০২৪

জ্যাতিষ সম্রাট উপাধিতে ভূষিত পণ্ডিত সমীরন আচার্য

  প্রকাশ : ২০১৯-০৭-১৭ ২০:৪৩:১২  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখা কর্তৃক আয়োজিত ১ম জাতীয় জ্যোতিষ সম্মেলন ২০১৯ এ ১ম দিনে নগরীর চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির সহ-সমাজকল্যান সম্পাদক পণ্ডিত সমীরন আচার্য কে জ্যোতিষ সম্রাট উপাধিতে ভূষিত করা হয়। তিনি ফটিকছড়ির রাঙ্গামাটিয়া সূত্রধরপাড়া স্বর্গীয় পণ্ডিত কালাচান আচার্য ও মাতা দিপ্তিরাণী আচার্যের ১ম পুত্র। তিনি ফটিকছড়ি উপজেলা ইউসিসি লিঃ এর কেন্দ্রীয় সদস্য, রাঙ্গামাটিয়া শীল এ.এস.এস এর পরিচালক, গাড়ীটানা কেন্দ্রীয় কালী মন্দিরের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা, বিবিরহাট বণিক কল্যাণ সমিতির সদস্য, রাঙ্গামাটিয়া আচার্য বাড়ী নবগ্রহ মন্দির পরিচালনা পর্ষদের সদস্য। ফটিকছড়ি বিবিরহাট জ্যোতিষ গণনা কার্যালয়ের প্রতিষ্ঠাতা। তিনি ২০ বছর ধরে বিভিন্ন এলাকায় জ্যোতিষ শাস্ত্রবিদ্যা পরিচালনা করে আসছেন। তাহার এই জ্যোতিষ সম্রাট উপাধি প্রাপ্তিতে রাঙ্গামাটিয়া আচার্য বাড়ী নবগ্রহ মন্দির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ড. নুরুল ইসলাম বখতিয়ার, কেন্দ্রীয় মহাসচিব ড. শেখর রায়, সাধারণ সম্পাদক ড. কেসি পাল, বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার উপদেষ্টা ড. মাধব আচার্য, বাংলাদেশ ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এ.আর.আচার্য, সহ-সভাপতি লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, যীশু কুমার আচার্য, বিপুল সরকার, কার্তিক আচার্য, স্বপন চক্রবর্তী, আতিকুর রহমান, সলীল আচার্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা