পরিস্হিতি২৪ডটকম : মাইজভাণ্ডার শরিফস্থ ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’-এর সম্মানিত সচিব ও চট্টগ্রাম বন্দর কর্তৃপরে প্রাক্তন পরিচালক (প্রশাসন) মরহুম এ এন এম এ মোমিন-এর ৩য় জানাযা আজ বাদ জুমা তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ি জেলাধীন বালিয়াকান্দি উপজেলাস্থ পদমদী গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সম্পন্ন হবার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য,মোমিন ৬৭ বছর বয়সে গত ২১ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টার সময় রাজধানীর মোহাম্মদপুরস্থ মিলেনিয়াম হাসপাতালে ইন্তিকাল করেন। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সাধারণ সম্পাদক রুবেল শীল, নির্বাহী সদস্য ধীমান দাশ, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, প্রচার সম্পাদক ঝন্টু শীল, সাংগঠনিক সম্পাদক নিলু দাশ, নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।