বাংলাদেশ, , বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

‘বঙ্গদেশে মুসলমান ও পীর আউলিয়া সুফি সাধকের চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

  প্রকাশ : ২০২০-১২-১৯ ১৯:৫৭:৩২  

‘বঙ্গদেশে মুসলমান ও পীর আউলিয়া সুফি সাধকের চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচনে বক্তারা : সুফিবাদ চর্চায় অগ্রগামী মনীষীগণ জগতসংসারের শ্রেষ্ঠ বাতিঘর

পরিস্হিতি২৪ডটকম : গতকাল বিকেলে বিশিষ্ট ইতিহাসবেত্তা ও গ্রন্থপ্রণেতা সোহেল মো. ফখরুদ-দীনের ‘বঙ্গদেশে মুসলমান ও পীর আউলিয়া সুফি সাধকের চট্টগ্রাম’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক লায়ন আলহাজ্ব হাকিম আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমসি বাংলাদেশ লিমিটেডের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ, বিশিষ্ট প্রাবন্ধিক ও পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ, বিশিষ্ট কবি ও লেখক দেলোয়ার হোসেন মানিক, গ্রন্থপ্রণেতা ও চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মো. ফখরুদ-দীন। মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজকর্মী লায়ন আলহাজ্ব হাকিম আলী বলেছেন, ‘বঙ্গদেশে মুসলমান ও পীর আউলিয়া-সুফিসাধকের চট্টগ্রাম’ গ্রন্থটি খোদাপ্রেম, সুফিবাদ, মানবিক মূল্যবোধ ও মর্মবাণী মানুষ ও মনীষীর জীবনকর্মের ইতিহাস উপস্থাপনের মাধ্যমে সমকালীন পর্যায়ের শ্রেষ্ঠ পুস্তক হিসেবে আমার কাছে বিবেচিত হয়েছে। তিনি আরও বলেন, সুফিবাদ চর্চায় খোদাপ্রেম ও ইসলাম ধর্মের নবী হযরত মোহাম্মদ (স.)-এর আদর্শ পথকে মানবসভ্যতার কল্যাণময় কাজে মানুষের ব্যবহার সম্পর্কে সতর্ক করেছেন সুফিবাদী অসাম্প্রদায়িক চেতনার মনীষীগণ। সুফিবাদ চর্চায় অগ্রগামী মনীষীগণ জগতসংসারের শ্রেষ্ঠ বাতিঘর হিসেবে বিবেচিত। সভাপতির বক্তব্যে বিশিষ্ট লেখক আবদুর রহিম বলেছেন, লেখক ও ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ-দীন তাঁর ‘বঙ্গদেশে মুসলমান ও পীর আউলিয়া সুফি সাধকের চট্টগ্রাম’ বইটিতে প্রতিটি পাতায় পাতায় সুফিসাধকের মর্মবার্তা তুলে ধরতে চেষ্টা করেছেন। ৬৬০ পৃষ্ঠার অসাধারণ এই বইটি অসাম্প্রদায়িক চেতনায় সমাজ বিনির্মাণে বর্তমান প্রজন্ম বইটি পাঠ করলে উপকৃত হতে পারবে বলে আমার বিশ্বাস। বঙ্গদেশ, বাংলাদেশ, চট্টগ্রামে মুসলমান ইতিহাসের প্রাচীন সময় থেকে বর্তমান সময় পর্যন্ত অলি-আল্লাহ, পীর-মাশায়েখ, সুফিসাধকগণের অবদানের কথা বইটিতে তুলে ধরা হয়েছে। লেখক অক্লান্ত পরিশ্রম করে দুর্লভ এই কাজটি করে সমাজ ও জাতিকে সুফিবাদ চর্চায় অগ্রগামী করেছে।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা