বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সব দেয়াল তুলে দিতে হবে : শিক্ষামন্ত্রী

  প্রকাশ : ২০২২-১১-০৪ ২০:৪৯:৩৬  

পরিস্থিতি২৪ডটকম : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে সব দেয়াল তুলে দিতে হবে। যে কোনো বয়সের যে কোনো মানুষের শিক্ষার অধিকার আছে। বয়স কুড়ি বা পঞ্চাশ সেটা কোনো বিবেচ্য বিষয় নয়।

আজ শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

শিক্ষামন্ত্রী বলেন, ‘অনেকেই বলেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে কেন। আবার অনেকে বলেন আমাদের র‌্যাঙ্কিয়ের কোনো দরকার নেই। এখানে কোনোটাই সঠিক অ্যাপ্রোচ না। বিদেশেও উচ্চশিক্ষার জন্য যাওয়ার দরকার আছে। তবে, সেখানে যাওয়ার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করে সেগুলো নিয়ে ভাবতে হবে।’

দীপু মনি বলেন, ‘কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অন্যান্য দেশের সঙ্গে রিসার্চ কোলাবোরেশন আছে কি না; প্রকাশনা আছে কি না; শিক্ষক-শিক্ষার্থী এক্সচেঞ্জ আছে কি না। দেশের বিশ্ববিদ্যালয়গুলো কোন কোন ক্ষেত্রে পিছিয়ে আছে সেদিকে আপনারা মনোযোগী হলেই আমরাও সামনের সারিতে থাকব।’

গুচ্ছ পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অনীহার ব্যাপারে তিনি বলেন, ‘শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে আমরা পাশ্চাত্যের দিকে তাকিয়ে থাকি। আমাদের এখান থেকে সবচেয়ে মেধাবীরা সেসব দেশে পড়তে যায়, গবেষণা করতে যায়। সেসব দেশে যদি একটা মাত্র পরীক্ষা দিয়ে হার্ভার্ড বা এমআইটি সব জায়গায় যায় তাহলে আমাদের দেশে কেন একটা পরীক্ষা দিয়ে সব জায়গায় যাওয়া যাবে না। সেখানে কেন মান নিয়ে প্রশ্ন আসবে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘শিক্ষাক্ষেত্রে আমাদের এত প্রতিবন্ধকতা কেন। একবারের বেশি ভর্তি পরীক্ষা দেওয়া যাবে না। পড়াশোনার মধ্যে গ্যাপ থাকলে ভর্তি হওয়া যাবে না; এত প্রতিবন্ধকতা কেন। শিক্ষা হচ্ছে জীবনব্যাপী শিক্ষা। ভর্তির ক্ষেত্রে সব দেয়াল তুলে দিতে হবে। যে কোনো বয়সের যে কোনো মানুষের শিক্ষার অধিকার আছে। বয়স কুড়ি বা পঞ্চাশ সেটা কোনো বিবেচ্য বিষয় নয়।’

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, পদার্থবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. তাহমিনা ফেরদৌসসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 



ফেইসবুকে আমরা