বাংলাদেশ, , মঙ্গলবার, ৭ মে ২০২৪

বরমা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান

  প্রকাশ : ২০২১-১১-২৮ ১৬:০৭:১৫  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের এক বিদায়ানুষ্ঠান ২৭ নভেম্বর শনিবার সম্পন্ন হয়। অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু তাহেরের সভাপতিত্বে কলেজের বিদয়িানুষ্ঠানে অতিথি ছিলেন জিবির সদস্য মাহমুদ বিন কাসেম। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ খালেদুর রহমান (সহকারী অধ্যাপক- অর্থনীতি বিভাগ), জসীম উদ্দীন চৌধুরী (সহকারী অধ্যাপক- রাষ্ট্রবিজ্ঞান), শিব প্রসাদ শূর (সহকারী অধ্যাপক- দর্শন বিভাগ) মোহাম্মদ আনিছুল মালেক (প্রভাষক- কম্পিউটার অপারেশন), মোহাম্মদ মুবিনুর রহমান চৌধুরী (প্রভাষক- সাচিবিক বিদ্যা), সালমা আহসান (প্রভাষক- ইংরেজি), মোহাম্মদ আলী (প্রভাষক- ব্যবস্থাপনা), জেব-উন-নেসা (প্রভাষক- ব্যবস্থাপনা) ও নুর মোহাম্মদ (প্রভাষক- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আবুল মনসুর (প্রভাষক- ফিন্যান্স) ও এস এম শাকিলা আরাফাত চৌধুরী (প্রভাষক- গণিত)। বিদায়ী শিক্ষার্থীদের বক্তব্য দেন শাওরিন সুলতানা, ইশা আকতার, রফিকুল ইসলাম, ইমরান হোসেন, জান্নাতুল নাইম, তানাস আকতার, একাদশ শ্রেণির সাবরিনা ইসলাম খান, নিসা আহমেদ, সুমাইয়া সুলতানা, মহিনুল ইসলাম রেজভী, নিশাত প্রমুখ।
বক্তারা বলেন- শিক্ষাই জাতির মেরুদন্ড। আজকের শিক্ষার্থীরা জাতির আগামীর কর্ণধার। তাদেরকে অবশ্যই মানব সম্পদ হতে হবে। তারা চাইলেই দেশ ও বিশ্বকে অনেক এগিয়ে নিয়ে যেতে পারবে।
সকল পরীক্ষার্থী জন্য শুভ কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি

 



ফেইসবুকে আমরা