বাংলাদেশ, , শুক্রবার, ১৭ মে ২০২৪

১ জানুয়ারি সরকারি বই উৎসবকে “বঙ্গবন্ধু বই উৎসব”নাম করণের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে কয়ারের স্মারক লিপি পেশ

  প্রকাশ : ২০১৯-১২-৩০ ১৮:৩৬:৫১  

পরিস্হিতি২৪ডটকম : আগামী ১ জানুয়ারী মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের বই উৎসব এ বই উৎসবকে “বঙ্গবন্ধু বই উৎসব” নামকরণ সহ চট্টগ্রামের মুজিব বর্ষ (২০২০-২০২১) বরণ অনুষ্ঠানকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে উদ্ভোধন করার দাবী নিয়ে ১১ ডিসেম্বর- ২০১৯ বিকাল ৩টায় চট্টগ্রামের জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের বরাবরে স্মারকলিপি পেশ করা হয়। চট্টল ইয়ূথ কয়ারের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অরুন চন্দ্র বণিকের নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে কয়ার যুগ্ম সম্পাদক লায়ন সুজিত দাশ অপু, চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাঈম উদ্দিন খান, ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, ছাত্রলীগ নেতা সনজীব ভট্টাচার্য বাবু, সমীরণ পাল, সমাজসেবক সন্তোষ ঘোষ, শিল্পী হানিফুল ইসলাম, স্কাউট লিডার সবির আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান নার্গিস ফাতেমা, সমন্বয়ক নুরল আব্বাস, যুবনেতা মোঃ ইমরান প্রমূখ।
উল্লেখ্য যে, ২৬ ডিসেম্বর চট্টগ্রাম জেলা প্রশাসন স্মারক নং- ০৫.৪২.১৫০০.২০২.২০.০০১.১৯.১৪৭০ তারিখ: ২৬/১২/২০১৯ মূলে চট্টগ্রাম জেলা প্রশাসন থেকে স্মারকলিপিটি প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা