বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

হাজার বছরের প্রাচীন চন্দনাইশের ইতিহাস গৌরব ও সম্মানের : এমপি নজরুল ইসলাম চৌধুরী

  প্রকাশ : ২০১৯-০৭-৩১ ১৯:১৩:০৬  

পরিস্হিতি২৪ডটকম : ইতিহাস গবেষক ও বহু ইতিহাস বিষয়ক গ্রন্থের লেখক সোহেল মো. ফখরুদ-দীনের “চন্দনাইশের ইতিহাস” বইটির মোড়ক উন্মোচন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ সাতকানিয়া আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। ৩০ জুলাই ২০১৯ সন্ধ্যায় ঐতিহাসিক বইটির মোড়ক উন্মোচন করে সংসদ সদস্য জননেতা আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, হাজার বছরের প্রাচীন চন্দনাইশের ইতিহাস গৌরব ও সম্মানের। এই ইতিহাস ধরে রাখতে হবে। ইতিহাস গবেষণা এবং তা সংরক্ষণ একটি গুরুত্বপূর্ণ কাজ। চন্দনাইশের ইতিহাস রচনার মধ্য দিয়ে এই লেখক দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। নিজ জন্মভুমি চন্দনাইশের পবিত্র ইতিহাস লিখে বই আকারে প্রকাশ করেছেন। লেখক সামাজিক দায়বদ্ধতা পূরণ করেছেন এবং আগামী প্রজন্মকে ইতিহাস চর্চায় আগ্রহী করে তুলেছেন। হাজার বছরের চন্দনাইশের ইতিহাস ও ঐতিহ্য, সামাজিক জীবন, রাজনীতি, সাহিত্য, সংস্কৃতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস প্রজন্ম জানতে পারবে এই বইয়ের মাধ্যমে। তিনি লেখক সোহেল মো. ফখরুদ-দীনকে ধন্যবাদ জানান এবং এ প্রকাশনার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ, সাংবাদিক ছৈয়দ শিবলী সাদেক কফিল, গাউছিয়া কমিটি চন্দনাইশ পৌরসভার সাংগঠনিক সম্পাদক শহীদুল আলম, অধ্য মোহাম্মদ ইউনুস কুতুবী ও লেখক-গবেষক সোহেল মো. ফখরুদ-দীন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা