বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

স্বাধীনতা দিবস উপলক্ষে চন্দনাইশে পল্লী বিদ্যুৎ সমিতির ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

  প্রকাশ : ২০১৯-০৩-২৭ ১৮:৫১:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে টি ২০ ক্রিকেট ম্যাচ ও বিবিধ ক্রীড়া প্রতিযোগিতা এবং এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২৬ মার্চ গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। চন্দনাইশ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) প্রকৌশলী মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহাব্যবস্থাপক (জিএম) মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন বিভিন্ন জোনের উপ-মহাব্যবস্থাপক যথাক্রমে প্রকৌশলী বেলায়েত হোসেন, আবুল বাশার, মোস্তাফিজুর রহমান, নাইমুর রহমান, রফিকুল আজাদ, এজিএম মাহাবুবুর রহমান, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাস্টার মো. শাহজাহান আজাদ, সাবেক এলাকা পরিচালক আবদুল কুদ্দুস ও আবদুস সোবহান।
এতে চট্টগ্রাম প্রবিস-১ এর আটটি উপজেলা জোনের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী অংশগ্রহণ করেন। সবশেষে উত্তর-দক্ষিণ দুই দলে বিভক্ত হয়ে টি২০ ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১০ রানের ব্যবধানে উত্তর (পটিয়া, বোয়ালখালী, কর্ণফুলী ও আনোয়ারা) দলকে হারিয়ে দণি (চন্দনাইশ, সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া) দল চ্যাম্পিয়ন হয়। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোহাম্মদ ইমরান। শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন মোহাম্মদ ইমন। খেলা পরিচালক (আম্প্যায়ার) ছিলেন জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক, শামীম খান ও বিকান্ত সোম। পরে জিএম মো. আবু বক্কর সিদ্দিক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা