বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ১২ই এপ্রিল কিংডম পরিবারের ব্যতিক্রমী আনন্দ ভ্রমণের প্রস্তুতি সভা

  প্রকাশ : ২০১৯-০৪-১১ ১৯:১০:৩১  

পরিস্হিতি২৪ডটকম/(কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম): ভার্চুয়াল গ্রুপ কিংডম অব ফানি পিপল পরিবারের উদ্যোগে আগামী ১২ই এপ্রিল ২০১৯ ইং, রোজ শুক্রবার কাট্টলি সাগর পাড়স্থ মানবিক বিদ্যাপীঠের শিশুদের সাথে ব্যতিক্রমধর্মী এক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত আনন্দ ভ্রমণ সফল করার লক্ষ্যে গতকাল ০৯ এপ্রিল, মঙ্গলবার রাত ৮ টার সময় সংগঠনের অস্থায়ী কার্যালয় রাউজান জলিল নগর,হাজী আবছার মার্কেট, নিপা ট্রাভেলস্ এন্ড হজ্ব কাফেলায় এক আলোচনা সভা কিংডম পরিবারের সিনিয়র সদস্য মুহাম্মদ জামশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। গ্রুপেরর সিনিয়র সদস্য মুহাম্মদ এসকান্দর হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কিংডম অব ফানি পিপল গ্রুপের এডমিন মুহাম্মদ মহিউল ইসলাম, সিনিয়র সদস্য মুহাম্মদ সাহেদ হাসান রেযা ক্বাদেরী, নির্বাহী সদস্য মুহাম্মদ মুবিন তালুকদার, নির্বাহী সদস্য মুহাম্মদ তানভীর হাসান ফাহিম, নির্বাহী সদস্য এইচ এম মোজাম্মেল কাদেরী। প্রস্তুতি সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ই এপ্রিল ২০১৯ইং রোজ শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে চট্টগ্রাম মুরাদপুরে সকলে একত্রিত হয়ে কাট্টলি সাগর পাড়স্থ মানবিক পাঠশালা রওনা হবো। পাঠশালা শিশুদের সাথে আনন্দ আড্ডা ও নির্ধারিত বিভিন্ন ইভেন্ট সম্পন্ন করে পাঠশালার প্রায় ৬০ জন শিশুদের মাঝে দুপুরে খাবার বিতরণ করে কিংডম পরিবার চট্টগ্রাম সী-বীচ’র উদ্দেশ্য রওনা দিবেন। সভায় এডমিন মহিউল ইসলাম সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পূর্বের ন্যায় আগামীতেও মানবতার লক্ষ্য নিয়ে সেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আহবান জানান।
এবং সবাইকে যথা সময়ে উপস্থিত হয়ে ও নিজ নিজ দায়িত্ব সম্পাদনের মাধ্যমে গৃহীত সিদ্ধান্ত সমূহ সঠিক বাস্তবায়ন করে আনন্দ ভ্রমণ সফল করার জন্য সকলের নিকট বিনীত অনুরোধ জানান।



ফেইসবুকে আমরা