বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সিএমপিতে “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯”র অংশ হিসেবে আইপি ক্যামেরা উদ্ভোধন

  প্রকাশ : ২০১৯-০১-২৮ ২০:৩১:৫৭  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ পুলিশের গৃহীত কর্মসূচী “পুলিশ সেবা সপ্তাহ-২০১৯” উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঁচলাইশ থানাধীন প্রবর্তক মোড় থেকে অলিখাঁ মসজিদ পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও তৎসংলগ্ন এলাকা এবং এ্যালুমিনিয়াম গলি, মুরাদপুরের আইন শৃঙ্খলা পরিস্থিতি সামগ্রিকভাবে নিয়ন্ত্রণকল্পে আইপি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ ২৮ জানুয়ারি ২০১৯ তারিখ প্রবর্তক মোড়ে বিশাল উৎসাহ উদ্দীপনার সহিত প্রধান অতিথি হিসেবে সিএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, পিপিএম সিসিটিভি ক্যামেরার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি’র অতিঃ পুলিশ কমিশনার আমেনা বেগম, বিপিএম, ডিসি নর্থ বিজয় বসাক, বিপিএম, পিপিএম, পাঁচলাইশ মডেল থানা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব শামছুল আলম শামীম, ৫৩ নং বিট পুলিশিং কমিটির সভাপতি জসিমুল আনোয়ার খান এবং পাঁচলাইশ থানা এলাকার অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সিসিটিভি ক্যামেরা উদ্বোধনের পর সিএমপি’র সম্মানিত কমিশনার মহোদয় আসেন পাঁচলাইশ মডেল থানার “পুলিশ সেবা সপ্তাহ- ২০১৯” এর কার্যক্রম পরিদর্শন করতে। পাঁচলাইশ মডেল থানায় তিনি নারী ও শিশু সহায়ক ডেস্ক, জিডি-অভিযোগ এন্ট্রি কার্যক্রম, ৯৯৯ সেবার কার্যক্রম, ব্রেস্ট ফিডিং কর্ণার, বিডি পুলিশ হেল্পলাইন সেন্টার, কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং ডেস্কগুলো পরিদর্শন করেন এবং প্রতিটি ডেস্কের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। তিনি পাঁচলাইশ মডেল থানা কর্তৃক তথা উত্তর বিভাগ, সিএমপি’র আয়োজনে অত্যন্ত সন্তোষ জ্ঞাপন করেন। সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সেবা প্রদানকারী সংস্থা হিসেবে বাংলাদেশ পুলিশ আপনার দরজায়। আপনি আপনার পছন্দমত সেবা গ্রহণের মাধ্যমে আমাদের কৃতার্থ করবেন। যদি কোথাও কোন সেবাগ্রহীতা তাঁর কাঙ্খিত সেবা গ্রহণে কোন প্রকার অসুবিধা কিংবা বিপত্তির সন্মুখীন হন তবে তিনি তাৎণিকভাবে উর্ধ্বতন কর্তৃপকে অবহিত করবেন”। তিনি ৯৯৯ এর সেবার উপর গুরুত্ব আরোপ করে বলেন ২৪ ঘন্টা আপনাদের জন্য ৯৯৯ সেবা চালু আছে। আপনাদের যেকোন সমস্যায় আপনারা এ নম্বরে মোবাইল ফোনে টাকা না থাকলেও ফোন করে সেবা নিতে নিতে পারবেন। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে তিনি বক্তব্য শেষ করেন।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা