বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

সত্যনারায়ন গুরু সংঘের উদ্যোগে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৯-২৬ ২০:০২:০১  

পরিস্হিতি২৪ডটকম : শুরুতে সুপ্রতিম ভট্টাচার্য এর পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিশু ছাত্র-ছাত্রীদের উৎসাহকল্পে শ্রীশ্রী সত্যনারায়ন গুরু সংঘের উদ্যোগে মেধাভিত্তিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান নগরীর কোতোয়ালীস্থ কোরবানীগঞ্জ শ্রীশ্রী সত্যনারায়ণ গুরু মন্দিরে আয়োজিত মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিরতণ অনুষ্ঠানে শ্রীশ্রী সত্যনারায়ণ শুরু সংঘের সভাপতি শ্রী অজয় বণিকের সভাপতিত্বে ২৬ সেপ্টেম্বর ২০১৯ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ির হাইদচকিয়া সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন শিক্ষিকা লিপিকা ভট্টাচার্য। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী, বঙ্গবন্ধুর একান্ত স্নেহভাজন মানিক চৌধুরীর সুযোগ্য পুত্র দীপংকর চৌধুরী কাজল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপ্লবী দীপ্তি মেধা স্মৃতি সংসদের সচিব লায়ন প্রকৌশলী অম্লান চৌধুরী। মহান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা বাজার বালক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব হাজী সেলিম, শ্রীশ্রী সত্যনারায়ণ গুরু সংঘের সহ-সভাপতি উত্তম রায়, শ্রীশ্রী সত্যনারায়ণ গুরু সংঘের সাধারণ সম্পাদক রতন বণিক, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রমের প্রধান শিক্ষিকা লিপিকা ভট্টাচার্য, প্রধান উপদেষ্টা বাবু সুকুমার পাল, উত্তম রায়, সুবির ভট্টাচার্য, কাজল বণিক, ভূষন সেন, ভুপেশ বণিক, পরিমল বণিক, বলাই বণিক, অভি বণিক, পিংকি সেন প্রমূখ। পুরস্কার প্রদান করেন ১ম দেবরাজ দত্ত (সৌম্য), ২য় ইতব্রশীল দেব, ৩য় অর্জুত দাশ, ৪র্থ মানবিক সাহা।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা