বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

লালদিয়ার চরবাসীদেরকে পুর্ণবাসন ছাড়া উচ্ছেদ না করার দাবীতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে অনশন

  প্রকাশ : ২০২১-০২-২৭ ১৫:৪৭:০১  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গাস্থ লালদিয়ার চরবাসীদের পুর্ণবাসন ছাড়া উচ্ছেদ না করার দাবীতে বন্দর-পতেঙ্গা উন্নয়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে ২৫ ফেব্রুয়ারি ২০২১ বৃহস্পতিবার সকাল ১১ টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে এক প্রতীক অনশন কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধুর নির্দেশে পুর্নবাসিত ৪৮ বছরের ১৪ হাজার অদিবাসী লালদিয়ার চরে বসবাস করে আসছিলেন কিন্তু তাদেরকে পুর্ণবাসন না করে উচ্ছেদ অভিযানের ফলে একটি সামাজিক সংকট ও মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। এমতাবস্থায় আমরা সচেতন মানুষ চুপ করে থাকতে পারিনা। সংশ্লিষ্ট প্রশাসনকে মানবিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানান। মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে তুলে ধরেছেন এবং মাদার অব হিউম্যানিটি উপাধি লাভ করেছেন। এই উপাধিকে সম্মান রেখে আমরা শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমে লালদিয়ার চরবাসীকে পুর্ণবাসনের আহ্বান জানাচ্ছি। অনশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হাজী ইকবাল আলী আকবর, ইউসুফ মোল্লা, মোবারক হোসেন, রমজান আলী মৃধা মাহির, হোসেন আলী সাগর, জহির উদ্দিন রাকিব, মোহাম্মদ পারভেজ, আবদুল মালেক, মোহাম্মদ কামাল, মোহাম্মদ এয়াকুব, মো. জিসান, জামাল চৌধুরী, ইকবাল বকুল, আক্তার হোসেন, রাকিবুল হোসেন, সৈয়দ মুছা মির্জা, আবুল বশর প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা