বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস)’র সেলাই মেশিন ও সেলাই সামগ্রী বিতরণ

  প্রকাশ : ২০২১-০২-১৩ ১৮:২৯:২৭  

পরিস্হিতি২৪ডটকম : রাউজান উত্তর সর্তা সমিতি (রাউস) কর্তৃক পরিচালিত ২য় ও ৩য় ব্যাচ সেলাই প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সেলাই মেশিন ও সেলাই সামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারি শুক্রবার বেলা ৩ ঘটিকার সময় জিলানী চাইল্ড কেয়ার মিলনায়তনে সমিতির অর্থ সম্পাদক লায়ন আলহাজ্ব মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোহাম্মদ আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জহুরুল ইসলাম সিদ্দিকী। এ সময় উপস্থিত ছিলেন সমিতির সেক্রেটারী মোজাফফর আলী চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহাবুবুল আলম, মুহাম্মদ আলী, মো. আলমগীর হোসাইন, মো. জামাল উদ্দিন, মো. সরোয়ার আলম, মো. সাদ্দাম হোসেন, সেলাই প্রশিক্ষক ফাতেমা জেসমিন ও ইরফাত জাহান।
অনুষ্ঠানে উভয় ব্যাচের ৫ জন করে ১০ জনকে সেলাই মেশিন প্রদান করা হয় এবং অবশিষ্ট ১০০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই সামগ্রী ও সবাইকে সনদ প্রদান করা হয়। উল্লেখ্য, রাউজান উত্তর সর্তা সমিতি ( রাউস) এলাকার মহিলাদের প্রশিক্ষিত ও স্বাবলম্বী করার লক্ষ্যে বিনামূল্যে তিন মাস মেয়াদী বুনিয়াদি সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করে এবং সেলাই মেশিন বিতরণ করে। আজকের অনুষ্ঠানে ২য় ও ৩য় ব্যাচে প্রশিক্ষণার্থীদের পুরস্কৃত করা হয় এবং এ প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে সমিতির পক্ষ হতে ঘোষণা দেয়া হয়। আগামীতে এলাকার বেকার ও তরুণ যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সমিতির ব্যবস্থাপনায় আইসিটি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের জন্যও সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা