বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

যমুনা,পদ্মা ও মেঘনার সাথে বিবিএসএ এর চুক্তি

  প্রকাশ : ২০২০-০৯-১২ ১৭:৫৮:৩৮  

পরিস্হিতি২৪ডটকম : শূণ্য দশমিক ৫( ০.৫)% সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল সরবরাহের নিমিত্তে যমুনা,পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানী লিমিটেড সমূহের সাথে বাংলাদেশ বাংকার সাপ্লাইয়াস এসোসিয়েশনের(বিবিএসএ ) সদস্য প্রতিষ্ঠানসমূহের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
বুধবার(৯সেপ্টেম্বর) যমুনা ও পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের স্ব স্ব প্রধান কার্যালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্টানে সংশ্লিস্ট কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তা এবং বাংকার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান মজুমদারের নেতৃত্বে চুক্তিসম্পাদনকারী প্রতিষ্ঠানসমূহের স্বত্বাধিকারীরা উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার মেঘনায় অনুরুপ চুক্তি স্বাক্ষর অনুষ্টানে এসোসিয়েশনের পক্ষে জাহাজের স্বত্বাধিকারীগণ মহব্বত আলী চৌধুরী, আবদুর রাজ্জাক,মোস্তাক আহমেদ আঙ্গুর, রবিউল হোসাইন, আবদুল মান্নান,মঈন শাহরিয়ার ও মঈনউদ্দিনসহ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সমুদ্র অধিদপ্তর নির্দেশিত ও বাণিজ্য মন্ত্রণালয়ে নিবন্ধিত আরো ২৩টি প্রতিষ্টান অনুরুপ চুক্তি স্বারের অপেক্ষায় রয়েছে।

প্রথম পর্যায়ে চুক্তি স্বারকারী ৯টি প্রতিষ্টান হল: পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল(ওটি নিউ শাহ আমানত-১),মেসার্স ফ্রাংক ট্রেড(ওটি সুলতান শাহ),মেসার্স ওশান ফুয়েলস ইন্টারন্যাশনাল(ওটি মিক মাহী), মেসার্স এ আর করপোরেশন( ওটি আতিফা জাহান), মেসার্স সী মেরিন ফুয়েল সাপ্লায়ার্স এন্ড কোং(ওটি নিউ সী কুইন এক্সেস-১),মেসার্স জিএল শিপিং লাইন্স (ওটি মিক হুদয়-১), মেসার্স আল নূর করপোরেশন(ওটি কর্ণফুলী ডিলাক্স-৭),মেসার্স ওহাব সী মেরিন সার্ভিসেস কোং-(ওটি মিউচুয়াল এক্সপ্রেস) এবং মেসার্স খিজির(আ.) এন্টারপ্রাইজ (ওটি এসএমএস-১) ০.৫)% সালফার কন্টেন্টযুক্ত ফার্নেস অয়েল বহন ও সমুদ্রগামী জাহাজে সরবরাহের অনুমতি পেল।
প্রসঙ্গত: দীর্ঘ প্রতিক্ষার পর দেশে প্রথমবারের মত শূণ্য দশমিক ৫( ০.৫)% সালফার কন্টেন্টযুক্ত সরকারিভাবে আমদানীকৃত ফার্নেস অয়েল বহনকারী অয়েল ট্যাঙ্কার আগামী ১৩সেপ্টেম্বর মেঘনা জেটিতে বার্থ নেয়ার সূচি রয়েছে। এ উপলক্ষে একই দিন মেঘনা জেটিতে স্বাস্থ্য বিধি মেনে এক অনুষ্টানের আয়োজন করা হয়েছে। সেখানে বিপিসির চেয়ারম্যান,সরকারি তিন অয়েল কোম্পানীর এমডি সহ বাংলাদেশ বাংকার সাপ্লাইয়ার্স এসোসিয়েশনের সভাপতি,সেক্রেটারীসহ চুক্তি স্বারকারী ৯টি প্রতিষ্টানের স্বত্বাধিকারীরা উপস্থিত থাকবেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা