বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

মানব মুক্তির পথ প্রদর্শক মাইজভাণ্ডারী আদর্শ : ইউ.সিজিসি.চেয়ারম্যান ড. আবদুল মান্নান

  প্রকাশ : ২০১৯-০১-০১ ১৭:০৭:০৮  

পরিস্হিতি২৪ডটকম : উপমহাদেশের অন্যতম সুফীতত্বের আদর্শ প্রতীক ও নিদর্শন মাইজভাণ্ডারী আদর্শ। এ আদর্শ ভাবধারায় উন্নীত করেছে শাহান শাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী। সুফিবাদ দর্শন ও প্রচারে অগনিত কারামত ও উপমা রয়েছে শাহান শাহ ভাণ্ডারীর। আর মানবমুক্তির পথ প্রদর্শক হয়ে মাইজভাণ্ডারী আদর্শকে লালন করে মানব সেবায় দৃষ্টান্ত স্থাপন করছেন মাইজভাণ্ডারী ট্রাস্ট। যুব প্রজন্ম এ আগামী প্রজন্ম যদি এই গ্রন্থটি পড়ে তাহলে তাঁদের মুক্তির পথ সুগম হবে। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সাথে ইউ.সিজিসি চেয়ারম্যান ড. আবদুল মান্নানের সৌজন্য স্বাক্ষাত নগরীর শিল্পকলা একাডেমিতে। স্বাাতকালে বিশ্বঅলি শাহান শাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত জীবনী শরীফ ও বিভিন্ন মরমীবাদ, সূফিবাদের উপর প্রকাশিত ১ সেট বই ও ট্রাস্টের প্রসপেক্টর এবং আধ্যাত্মিক পরিক্রমা-২ বইগুলো ড. আবদুল মান্নানকে প্রদান কালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যজন পীযুষ বন্দোপাধ্যয়, ড. মাহাবুবুল আলম, বাংলা একাডেমির শিশু সাহিত্য পুরুস্কারপ্রাপ্ত কবি রাশেদ রউফ, দৈনিক প্রথমআলোর জৈষ্ট্য সম্পাদক কবি ওমর কায়সার, কবি এজাজ ইউসুফী, কবি শুভাষ দত্ত, অধ্যাপক এ ওয়াই এম জাফর, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ, নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, শিপ্রা বসু মল্লিক, দীমান দাশ, দেবাশীষ বসু মল্লিক, সুমি চৌধুরী, অরূপ চৌধুরী, কাশ্মিরি দাশ, রূপন দাশ, নিলু দাশ, ডাঃ পঞ্চানন দাশ গুপ্ত, লিটন দাশ, হুমায়ুন রশীদ ফয়সাল, রুবেল শীল, ঝন্টু শীল, রুবেল আচার্য, সমীর কান্তি দাশ, জুই রায়, অর্চ্চনা রাণী আচার্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা