বাংলাদেশ, , সোমবার, ৬ মে ২০২৪

মানবিক সমাজ প্রতিষ্ঠায় বঞ্চিত জনগোষ্ঠীকে সেবা প্রদান অপরিহার্য : ড. ইফতেখার উদ্দিন চৌধুরী

  প্রকাশ : ২০১৯-১২-৩১ ২০:৪০:০৭  

পরিস্হিতি২৪ডটকম : দেশের অবহেলিত দরিদ্র জনগোষ্ঠী, যারা চরম বৈষম্যের শিকার এবং কঠিন শীত নিবারনে তাদের পর্যাপ্ত সাহায্য প্রদান প্রত্যেক স্বচ্ছল নাগরিকের গুরুপূর্ণ দায়িত্ব ও কর্তব্য। যথার্থ অর্থে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হলে এই সকল দুঃখী মানুষের পাশে দাঁড়ানো অপরিহার্য। বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে আজ ৩১ ডিসেম্বর ২০১৯ নগরীর চেরাগী পাহাড়স্থ সংগঠনের কার্যালয়ে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বরেণ্য সমাজবিজ্ঞানী, শিক্ষাবিদ প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। সংগঠনের সভাপতি অধ্যক্ষ এ.আর আচার্যের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সংগঠনের নির্বাহী সভাপতি লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, সলিল আচার্য, স্বপন চক্রবর্তী, অরুপ আচার্য, অনুপ আচার্য, কার্তিক কুমার আচার্য্য, রুদ্র আচার্য, আতিকুর রহমান, উত্তম শর্মা, অজয় বনিক, বিপুল সরকার বিপ্লব, সজীব আচার্য, তাপস কুমার আচার্য, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, পণ্ডিত শান্তিপদ আচার্য, রাজু আচার্য, মিঠু আচার্য, টিটু আচার্য্য, কুশ মিশ্র, শয়ন আচার্য, টিবলু আচার্য, শুভ আচার্য, জয় আচার্য, বিকাশ আচার্য্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা