বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মানবাধিকার সংগঠক উদয়ন বড়ুয়া ঝুন্টু অর্জন করলেন ভারতের মানবাধিকার ফেলোশীপ সম্মাননা

  প্রকাশ : ২০১৯-০২-২৩ ১৭:২৫:৩২  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ মানবাধিকার কমিশন পার্বত্য রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, মঞ্চ নাট্য অভিনয় শিল্পী, সংগীত শিল্পী, লেখক, সমাজকর্মী ও কবি উদয়ন বড়ুয়া (ঝুন্টু) সম্প্রতি লাভ করলেন ভারতীয় মানবাধিকার সম্মাননা ও ফেলোশীপ। মানবাধিকার কর্ম ও অসহায় মানুষের অধিকার আদায়সহ সমাজ কর্মে অবদানের জন্য উদয়ন বড়ুয়া (ঝুন্টু)-কে ভারতের INTERNATIONAL UNIVERSITY OF HUMAN RIGHTS AND RESEARCH FOUNDATION, West Kolkata International City- এর পক্ষ থেকে এই সম্মাননা জানানো হয়। মানবাধিকার কাজে মানুষের পাশে থাকায় মূল্যায়ন করে সংবর্ধনা, সম্মাননা ও ফেলোশীপ সনদ প্রদান করে। ২০ ফেব্রুয়ারি সকালে রাজধানী ঢাকার বাংলাদেশ সরকারের শিশুকল্যাণ পরিষদ ভবনের সভা ঘরে এক অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা ও ফেলোশীপ পত্র তুলে দেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ড. দেবব্রত দেবরায়, ইন্টারন্যাশনাল ইউনির্ভার্সিটি অব হিউম্যান রাইটস এন্ড রিসার্স ফাউন্ডেশন’র সচিব অধ্য ড. মোহাম্মদ আনোয়ার হুসাইন, প্রয়াত ভাষাসৈনিক ড. আবদুল মতিনের স্ত্রী কমরেড গুলবদননেসা মনিকা মতিন, ড. আশিস কুমার বৈদ্য, শর্নিমা রায়, কবি জয়ন্ত রসিক, সাংবাদিক বদরুদোজা হারুন, কবি শেখ আবদুল মান্নান, কবি সবিতা বেগম, তারকনাথ দত্ত, ড. এম এ মুক্তাদীর, অধ্যাপক এম আর মাহবুব, এস এম ফরিদুল হক মুকুল, সোহেল মো.ফখরুদ-দীন, বাবু দুলাল কান্তি বড়ুয়া, এম এ সাত্তার প্রমুখ। উল্লেখ যে বাবু উদয়ন বড়ুয়া ঝুন্টু ২০ বছর ধরে মানবাধিকার ও সমাজের উন্নয়নে কাজ করছেন। তিনি রাঙ্গামাটির আসাম বস্তিতে ১৯৭৫ সালে এক সম্ভ্রান্ত বৌদ্ধ পরিবারে জন্ম নেন। তাঁর পিতা অনিল কান্তি বড়ুয়া, মাতা রিনা রানী বড়ুয়া। পারিবারিক জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীর নাম প্রিয়সংকা বড়ুয়া। তার এক সন্তান রয়েছে নাম প্রত্যয় বড়ুয়া। উদয়ন বড়ুয়া ঝুন্টু ছাত্র অবস্থায় মঞ্চনাটক, স্কাউট, রোভার স্কাউট, মুক্ত রোভার স্কাউট, সংগীত চর্চার সাথে যুক্ত ছিলেন। তিনি ২৫টির বেশি মঞ্চনাটকে অভিনয় করেছেন। তিনি রাঙ্গামাটি নদী বাঁচাও ও দেশ বাঁচাও কমিটির সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গামাটি সদর উপজেলার সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের রাঙ্গামাটি অঞ্চলের সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত।



ফেইসবুকে আমরা