বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাহাড়তলী বাজার শাখার ইছালে সওয়াব ও ছেমা মাহফিল

  প্রকাশ : ২০২২-০৭-২৪ ২৩:১৭:৪৪  

পরিস্থিতি২৪ডটকম : মাইজভান্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের পরিচালনাধীন মাইজভা-ারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ পাহাড়তলী বাজার শাখার উদ্যোগে সংগঠনের সদস্য ও আশেকে মাইজভান্ডারী মো. পেয়ার আহমদের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইছালে সওয়াবের উদ্দেশ্যে মিলাদ মাহফিল, বিশেষ দোয়া ও জিকিরে ছেমা মাহফিল গত ২২ জুলাই রাত আটটায় নগরীর ঈদগাঁস্থ হযরত দরফ আলী শাহ (টেক্সিন ফকির) (রহ.) এর মাজার সংলগ্ন খানকায় মো. হাশেম ভান্ডারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি দক্ষিণ রাউজান শাখার সাবেক সদস্য সচিব, সাপ্তাহিক সুন্নিয়তের আলো পত্রিকার সম্পাদক ও বিশিষ্ট সংগঠক স ম জিয়াউর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. কালিম শেখ।
সভায় বক্তারা বলেন, গাউছুল আজম আহমদ উল্লাহ মাইজভা-ারী ইসলামের মূল চেতনা ফুটিয়ে তুলেছেন তার তরিকার মধ্য দিয়ে। বিশ্বের সকল ধর্মের মানুষের মধ্যে মাইজভা-ারীর তরিকার অনুসারী রয়েছে। এখানে মানবতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। মাইজভা-ারী তরিকার মূল দর্শন হচ্ছে প্রেম, ভক্তি, বিশ্বাস। বক্তারা বলেন, যে সকল মানুষ প্রেম, ভক্তি ও বিশ্বাসের মধ্য দিয়ে মাইজভা-ারী তরিকতের সোপানে কামালিয়ত অর্জন করেছেন আজ তারাই আলোকিত জন হিসেবে দিকবিদিক ছড়িয়ে আছেন।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, আশেকানে হক ভান্ডারী মোহাম্মদ নুরুল ইসলাম, মো. পেয়ার আহমদ, মো. আবুল কালাম মাঝি, মো. মোস্তফা, মো. রাসেল, মো. সাজিদ আলী, মো. জাহাঙ্গীর, মো. আবদুল মতিন, মো. জামাল ড্রাইভার, মো. তানভীর রহমান, হাফেজ মো. কামরুল ইসলাম, মো. আরিফ হোসেন, মো. শাহাদাত হোসেন প্রমুখ।
আলোচনা সভায় শেষে সংগঠনের সদস্য মো. পেয়ার আহমদের পিতার ইছালে সওয়াবের উদ্দেশ্যে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সবশেষে জিকিরে ছেমা মাহফিল, কাওয়ালি ও তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা