বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

  প্রকাশ : ২০১৯-০১-১৭ ১৮:২৫:৫০  

পরিস্হিতি২৪ডটকম : আপদে-বিপদে একে অপরের পাশে দাঁড়ানো ও সহমর্মিতা প্রদর্শন করা নৈতিক দায়িত্ব। মাইজভাণ্ডারী আদর্শে সহমর্মিতার গুরুত্ব রয়েছে যথেষ্ট। গাউছিয়া হক কমিটি এ দায়িত্ব পালন করে যাচ্ছেন অদ্যবদি। ইতিমধ্যে এ সংগঠনের অধীনে অনেক কৃতি মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে। মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন রাহবারে আলম মাওলা হুজুর আলহাজ্ব হযরত সৈয়দ হাসান মাইজভাণ্ডারী (ম.) নির্দেশিত এলাকার গরীব মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের দেশ ও মানবতার কল্যাণে সহায়তা করার জন্য বলেন। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে এলাকার মেধাবী কৃতি ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তরুণ কুমার আচার্য কৃষ্ণ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক, নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, শিক্ষিকা কৃষ্ণ কলি আচার্য, সাধারণ সম্পাদক রুবেল শীল, সহ-সাধারণ সম্পাদক রুবেল আচার্য, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, সহ-অর্থ সম্পাদক মানিক বড়ুয়া, মহিলা সম্পাদিকা অর্চ্চনা রানী আচার্য, দপ্তর সম্পাদক অমর শর্মা, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ বসু মল্লিক, সহ-সাংগঠনিক সম্পাদক নিলু দাশ, সহ-দপ্তর সম্পাদক মিটু দাশ গুপ্ত, নয়ন দাশ, জয় আচার্য, কাশ্মিরি দাশ, সুমি চৌধুরী, রূপন দাশ, অরূপ চৌধুলী, সুইটি আচার্য, ইতি বড়ুয়া, ঝুমুর সর্দার, অভি বসু মল্লিক, পূজা বসু মল্লিক, কৃষ্ণা বৈদ্য প্রমূখ। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০ জন কৃতি মেধাবী ছাত্র-ছাত্রীদের নগদ অর্থ সহ শিাসামগ্রী বিতরণ করা হয়। বক্তারা বলেন, এইসব সমাজ উন্নয়নমূলক কর্মকান্ডে বিগত দেড় যুগ ধরে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা বিভিন্ন সময় করে যাচ্ছে এবং এলাকার বৃত্তবানরাও এই সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে যৌথভাবে করতে পারলে বৃহত্তরভাবে এলাকার মানব কল্যাণমূলক কাজ হবে। পরিশেষে সভায় মানবমুক্তির অগ্রদূত মহাত্মা বিশ্বঅলি শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) প্রতি শ্রদ্ধা নিবেদন করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
প্রেস বিজ্ঞপ্ত



ফেইসবুকে আমরা