বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটির তথ্য ফরম পূরণ ও মাসিক সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২০-০৮-১৭ ১৬:৩৩:৫৬  

পরিস্হিতি২৪ডটকম : মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে গত ১৫ আগস্ট বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী স্মরণে আলোচনা সভা ও হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক নির্দেশিত মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ তথ্য ফরম পূরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ৬নং পাইন্দং ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান গৌতম সেবক বড়ুয়া। এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাস্টার গৌরাঙ্গ কুমার দত্ত। স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহিলা ডিপার্টমেন্টের হেড শিক্ষিকা অর্চনা রানী আচার্য। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শীল ও বিজন শীল। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি শিপ্রা বসু মল্লিক, সোমা চৌধুরী, টিংকু বৈদ্য, দেবাশীষ বসু মল্লিক, বাজিরা বেগম, রেনুবালা, টিংকু বড়ুয়া, মানিক বড়ুয়া, ঝন্টু শীল, নার্গিস আকতার, ফাতেমা বেগম, শোভা শীল, অনু শীল, জেসমিন আকতার, ঝিলু বেগম, রোপা দাশ, ফারিয়া, সাবরিনা, উজলা বড়ুয়া, তুষার শীল, বনলতা শীল, চুমকি পাল, সুমন পাল, পূজা বসু মল্লিক, অগ্নিলা শর্মা দিয়া, জয়া আচার্য সানি, অর্জনা রানি আচার্য, স্বপ্না রানি আচার্য, অনির্বাণ শর্মা দীপ, জয়া গুহ, রনধীর শীল, আবু বড়ুয়া, অঞ্জনা আচার্য, রত্না আচার্য, রূপনা আচার্য, সুজন মালাদন, মহিয়ান ত্রিপুরা সৃজন, তপন রায়, ভানু ঘোষ, বাবুল কুমার নাথ, গৌরাঙ্গ দত্ত, উজ্জ্বল কুমার দাশ, ইয়াছিন আকতার, ধীমান দাশ, কৃষ্ণ বৈদ্য। উক্ত অনুষ্ঠানে মহান মুর্শিদ বিশ্বঅলি শাহানশাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারীর সুযোগ্য উত্তরসূরি হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের মাননীয় ট্রাস্টি আওলাদে গাউছুল আজম হযরত সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারীর নির্দেশিত মত ও পথে চলার জন্য প্রধান অতিথি সদস্যদের প্রতি উদাত্ত আহ্বান জানান। মানবতার বাতিঘর ও দুস্থ মানবের কল্যাণে নিয়োজিত উজ্জ্বল নক্ষত্র শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট। অনুষ্ঠান শেষে পুরুষ সদস্য ও মহিলা সদস্য তথ্য ফরম পূরণ করেন এবং বিগত বছরের কাজের মূল্যায়নের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষকে হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী রওজা শরীফ খচিত ক্রেস্ট ও কোর্ট পিন পুরস্কার সামগ্রী বিতরণ করেন। এ সময় ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রত্যেক সদস্যদের নিরলসভাবে কাজ করলে সবাইকে বছর শেষে মূল্যায়ন করা হবে। বৈশ্বিক মহামারীর কোভিড-১৯ থেকে পরিত্রাণের জন্য সমবেতভাবে পরিয়াদ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা