বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

মহান স্বাধীনতা দিবস ও ওরাল হেলথ ডে উপলক্ষে সায়েন্টিফিক সেমিনার

  প্রকাশ : ২০২২-০৩-২৯ ১৯:৩১:৫৪  

মহান স্বাধীনতা দিবস ও ওরাল হেলথ ডে উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন ও বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে ও অপসোনিন ফার্মা লি: এর সহযোগীতায় সায়েন্টিফিক সেমিনার

পরিস্হিতি২৪ডটকম : মহান স্বাধীনতা দিবস ও ওরাল হেলথ ডে উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশন ও বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে ও অপসোনিন ফার্মা লি: এর সহযোগীতায় সায়েন্টিফিক সেমিনার আজ ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার নগরীর আগ্রাবাদস্হ একটি রেষ্টুরেন্ট অনুষ্টিত হয়।বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ ডা,মুজিবুল হক চেীধুরীর সভাপতিত্ব অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা, মোহাম্মদ জামাল উদ্দীন।সংগঠনের অর্থ সম্পাদক রাজেশ্বর ধর বাসুর সঞ্চলনায় প্রধান আলোচক হিসাবে উপস্হিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার উপদেষ্টা ডা. আর কে রুবেল।সায়েন্টিফিক সেমিনারের মুল প্রবন্ধ উপস্থাপন করেন অপসোনিন ফার্মা লিমিটেড এর রিওজিনাল ম্যনেজার প্রণব পাল ও এরিয়া ম্যনেজার শাহেদুল হাসান।সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন অপসোনিন ফার্মা লিমিটেডের এসিট্যান্ট সেলস ম্যানেজার মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সহ সভাপতি মোহাং হারুন অর রশিদ, সাধারন সম্পাদক বেলাল হোসেন উদয়ন ,যুগ্ন সম্পাদক মোহাং নাছির উদ্দীন,সাংগঠনিক সম্পাদক কানু দাশ, বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি স্বপন দাশ,মনির আজাদ,বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশন চট্টগ্রাম জেলা শাখার সাবেক সভাপতি এন এম খান। সভায় অরো উপস্হিত ছিলেন,মহিলা সম্পাদক জয়া ভট্টাচার্য,এস এম নুরুল ইসলাম,মিন্টু দে,অলি উল্লাহ,নাজিম উদ্দীন,হাসান শরীফ,মোহাং মঈন উদ্দীন,জাহাঙ্গীর আলম,স্বপন দে,হাসিনা রহমান,শিমুল সুলতানা,রাশেদা আকতার,টিনা চেীধুরী, শাকিলা নাসরিন,প্রমেল বড়ুয়া,মোহাং শামিম হোসেন,জিসু কুমার বড়ুয়া,শিমুল কান্তি সেন,বিপিন কান্তি দাশ,রুপাল বড়ুয়া,সজীব কুমার নাথ, লিংকন হালদার,সুজন গাইন,লরেন্স বিশ্বাস,লিংকন হাওলাদার, সাইফুল ইসলাম তাহের, মো:জাকারিয়া,রিয়াজুল ইসলাম,জুনায়েদ হোসাইন,ফোরকান,তেীফিক ইসলাম,রাজিউর রহমান,জিল্লুর রহমান,দিলিপ বড়ুয়া,শিমুল কান্তি বড়ুয়া,কমল কান্তি বড়ুয়া,শরীফুল আহসান,খুরশিদ আলম,পুলক বড়ুয়া,এ কে বড়ুয়া,মো: মাসুম বিল্লাহ,সন্তু বড়ুয়া,মঞ্জু বড়ুয়া,মো: ইরফাত হোসেন,মো: রহিম, এইচ এস সুশীল সিকদার,বিল্পব চক্রবর্তী,মিলন বারিকদার, মো:শফিউল বশর, মো: জালাল উদ্দীন,জয়শ্রী দেবী নাথ,কামনা তালুকদার,রাহুল কান্তি ধর,কমল কৃষ্ণ ধর,মো: নজরুল আলম,দীপক কুমার শীল,উজ্জল চক্রবর্তী,সুশান্ত কুমার নাথ,অজিত দে সুজন,দিরিপ বড়ুয়া,তড়িৎ কান্তি চেীধুরী,শরিফুল আহসান,শিমুল কান্তি বড়ুয়া,কমল কান্তি বড়ুয়া,দিপা আকতার,সৈয়দ মহিউদ্দীন,কাজী গোলাম মোস্তফা,মিয়্জ রাশেদ,রাজেশ্বর ধর রাসু,গেীতম ঘোষ প্রমুখ।সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মুখ এমন একটি জিনিস, যেটি হলো একটি প্রবেশদ্বার। সারা দিনে আমরা এটি অনেকবার ব্যবহার করি এবং ব্যবহারের জন্য সমগ্র মুখের মধ্যে ব্যাকটেরিয়ার আগমন হয়। সেখান থেকে সমস্ত শরীরের ভেতর যদি ব্যাকটেরিয়া ঢুকে যায়, ওখান থেকে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গে গিয়ে আক্রান্ত করতে পারে। সেটি হার্ট হতে পারে, লিভার হতে পারে, কিডনি হতে পারে, ফুসফুস হতে পারে। তাই এর পরিচর্যা খুব গুরুত্বপূর্ণ। এটি পরিচ্ছন্ন রাখা দরকার। স্বাস্থ্যসম্মত রাখা দরকার। দাঁতের বা মাড়ির সমস্যাকে আমরা অবহেলা করি। দাঁতের কিংবা মাড়ির ব্যাথায় আমরা খুব কমই ডাক্তারের কাছে যাই। এটা অনেক বড় ভুল। মাড়ির সুরক্ষা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরী। সামান্য ব্যাথা অবহেলা করলে তা পরবর্তীতে অনেক মারাত্মক আকার ধারন করতে পারে। তাই আসুন বছরে অন্তত দুইবার দাঁত ও মুখগহ্বর পরীক্ষা করি।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা