বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভিক্ষুকমুক্ত গোবিন্দগঞ্জ করতে প্রশাসনের উদ্যোগ!

  প্রকাশ : ২০১৯-১১-১২ ১৬:৫০:১২  

পরিস্হিতি২৪ডটকম/গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত করতে নানা ধরনের উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। এ উপলক্ষে রোববার (১১ নভেম্বর) দুপুরে স্থানীয় কামদিয়া ইউনিয়ন পরিষদে সকল ভিক্ষুকদের সেখানে আমন্ত্রণ জানানো হয়।
উক্ত আমন্ত্রণে উপস্থিত সব ভিক্ষুকদের সঙ্গে সরাসরি কথা বলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন। তাদের সাথে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন ৷ এ সময় ভিক্ষুকদের চাহিদা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করারও আশ্বাস দেন তিনি৷
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জহিরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শফিউল আলম মন্ডল, কামদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোশাহেদ হোসেন চৌধুরী বাবলু, ইউপি সদস্য ফসিউল ইসলাম ফারুকসহ অনেকে।

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রামকৃষ্ণ বর্মন জানান, গোবিন্দগঞ্জ উপজেলাকে ভিক্ষুকমুক্ত ও ভিক্ষুক পুনর্বাসনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।



ফেইসবুকে আমরা