বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বাড়ছে না স্বর্ণের দাম

  প্রকাশ : ২০১৮-১২-২৫ ১৭:৫৫:০৭  

পরিস্হিতি২৪ডটকম : স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিলেও কয়েক ঘণ্টা পর বিশেষ বিবেচনায় সে ঘোষণা স্থগিত করেছে বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। পাশাপাশি বিক্রেতাদের আগের দামেই স্বর্ণ বিক্রির অনুরোধ জানানো হয়েছে।

রোববার বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালার সই করা প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করার কথা জানানো হয়েছে।

এর আগে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে মূল্যবৃদ্ধি হচ্ছে না।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বড়দিন ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ক্রেতা সাধারণের অনুরোধে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে।

আগের মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৭ হাজার ৪৭২ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণ ৪৫ হাজার ১৯৮ টাকা ভরিপ্রতি বিক্রি হবে। আর ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরির দাম রয়েছে ৪০ হাজার ১২৪ টাকা। অন্যদিকে সনাতন পদ্ধতির স্বর্ণের ভরিপ্রতি ২৭ হাজার ৫৮৫ টাকার।



ফেইসবুকে আমরা