বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বাংলাভাষা চর্চা ও সংরক্ষণ পরিষদের আয়োজনে ‘আক্রান্ত মাতৃভাষা, আসুন প্রতিরোধ করি’ শীর্ষক সেমিনার

  প্রকাশ : ২০১৯-০২-২১ ২১:১৯:১২  

পরিস্হিতি২৪ডটকম : অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘আক্রান্ত মাতৃভাষা, আসুন প্রতিরোধ করি’ শীর্ষক সেমিনার বাংলাভাষা চর্চা ও সংরক্ষণ পরিষদের আয়োজনে ২১ ফেব্রুয়ারি বিকাল ৩ ঘটিকায় নগরীর কদম মোবারকস্থ ডেন্টাল এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বাংলাভাষা চর্চা ও সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের স্বাস্থ্য ও শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম। সংগঠক রাজীব চক্রবর্তীর সঞ্চালনায় সম্মানিত আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিজিটাল বাংলাদেশ পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, রাশেদ মাহমুদ পিয়াস, অনুতোষ দত্ত বাবু, সাংবাদিক সমীরণ পাল, সালাউদ্দিন, সৌমেন চৌধুরী, মহিবুল হাসান, কৃষ্ণ দত্ত প্রমুখ। সেমিনারে বক্তারা বলেন, মাতৃভাষাকে অবজ্ঞা করে কোন জাতি মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। নিজের পরিচয়কে পৃথিবীতে উজ্জ্বল প্রকাশ করতে পারে না। বাংলাভাষা আমাদের প্রিয় মাতৃভাষা। মায়ের ভাষা রার জন্য বাঙালিরাই একমাত্র জাতি, যাঁরা প্রাণ দিয়ে মায়ের এ ভাষাকে রা করেছেন। যে ভাষার জন্য রাজপথে রক্ত দিয়েছেন ভাষা সংগ্রামীরা, আজ সে মাতৃভাষা এই বাংলার মাটিতে উপেতি পদে পদে। ভিনদেশি ভাষার আগ্রাসনে এই ভাষা আজ আক্রান্ত। বক্তারা আরো বলেন, শহীদের রক্তের ঋণ কখনো শোধের নয়। এই ভাষাকে রক্ষার উদ্যোগ নিতে হবে। না হলে বাংলা মায়ের দামাল ছেলেরা যে জন্য প্রাণ দিয়েছিল সে লক্ষ্য ব্যাহত হবে।



ফেইসবুকে আমরা