বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  প্রকাশ : ২০১৯-০২-২৩ ১৬:৪৩:২৩  

পরিস্হিতি২৪ডটকম : ২১ ফেব্রুয়ারি সকাল ৭টায় নগরীর চেরাগীপাড়স্থ বাংলাদেশ ন্যাশনাল এস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম শাখার উদ্যোগে শাখার সভাপতি পণ্ডিত অধ্য এ আর আচার্য্যরে সভাপতিত্বে এক প্রভাতফেরি করে নগরীর শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় বক্তারা বলেন, ভাষা শহীদদের সাহসী ভূমিকা ও গৌরবোজ্জ্বল আত্মত্যাগের ফলেই আজকের এই মাতৃভাষা অর্জিত হয়েছে। ভাষাশহীদদের এই আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। শহীদদের রক্তের বিনিময়ে এই অর্জন আজ দেশের গণ্ডি ছাড়িয়ে সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। এই অর্জন আমাদের জন্য গৌরবের। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি পণ্ডিত লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই, সহ-সভাপতি পণ্ডিত যিশু আচার্য, পণ্ডিত উত্তম আচার্য, পণ্ডিত রাজু আচার্য, পণ্ডিত সুনীল আচার্য, পণ্ডিত সৈয়দ আতিকুর রহমান, পণ্ডিত জয় আচার্য, পণ্ডিত সনজিৎ আচার্য, পণ্ডিত বিপুল সরকার, পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, পণ্ডিত কার্তিক আচার্য, পণ্ডিত শান্তিপদ আচার্য, পণ্ডিত উজ্জ্বল আচার্য প্রমুখ



ফেইসবুকে আমরা