বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বরমা ডিগ্রি কলেজে পাঁচ শিক্ষকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

  প্রকাশ : ২০২১-১০-০৩ ১৯:০০:১৩  

পরিস্হিতি২৪ডটকম / সৈয়দ শিবলী ছাদেক কফিল : চন্দনাইশের বরমা ডিগ্রি কলেজে পাঁচ শিক্ষকের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২ অক্টোবর শনিবার সম্পন্ন হয়। অবসরপ্রাপ্ত সংবর্ধিত শিক্ষকরা হলেন; যথাক্রমে অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব, উপাধ্যক্ষ আলহাজ্ব ফরিদুল আলম কুতুবী, রসায়ন বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিন্দু মোহন দাশ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আলহাজ্ব মোহাম্মদ ইদ্রিচ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রদর্শক তপন কুমার সুশীল।
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আবু তাহেরের সভাপতিত্বে কলেজের প্রধান মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ গভর্নিং বডির সভাপতি  সাদিয়া ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ও বরমা কলেজ জিবির সদস্য ডক্টর বিপ্লব গাঙ্গুলী, কলেজ গভর্নিং বডির সদস্য এডভোকেট লায়ন আবু তাহের খান, মাহমুদ বিন কাসেম, আলহাজ্ব শহিদুল আজম কাজমী, শাহাদাত হোসাইন চৌধুরী জসীম, শফিকুল ইসলাম মানিক, মাওলানা আবুল ফয়েজ, ডা. মৃনাল কান্তি ধর ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল। শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন জসীম উদ্দীন চৌধুরী (সহকারী অধ্যাপক- রাষ্ট্রবিজ্ঞান), মোহাম্মদ খালেদুর রহমান (সহকারী অধ্যাপক- অর্থনীতি বিভাগ), নুর মোহাম্মদ (প্রভাষক- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি) ও চেয়ারম্যান তাজুল ইসলাম (জীব বিজ্ঞান)। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এম শাকিলা আরাফাত চৌধুরী (প্রভাষক- গণিত) ও মুহাম্মদ আবুল মনসুর (প্রভাষক- ফিন্যান্স)। শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন মাহমুদা খানম ও সাদিয়া সুলতানা।



ফেইসবুকে আমরা