বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বনানীতে আগুন : নিহতের সংখ্যা বেড়ে ১৯

  প্রকাশ : ২০১৯-০৩-২৮ ২০:৪৪:৪৭  

পরিস্হিতি২৪ডটকম : রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে ১৯ জন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এর মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক ছিলেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে আরও অর্ধশতাধিককে।

নিহতদের মধ্যে এদের মধ্যে ইউনাইটেড হাসপাতালে তিনজন, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দুজন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে একজন এবং ঘটনাস্থলে ১৩ জন মারা গেছেন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক (ডিডি) দিলীপ কুমার ঘোষ। প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

দুপুর সাড়ে ১২টার দিকে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ১৭ নম্বর রোডের ২২ তলা ভবনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আব্দুল আহাদ নিহত ৬ জনের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন পারভেজ সাজ্জাদ (৪৭), মামুন (৩৬), আমিনা ইয়াসমিন (৪০), আব্দুল্লাহ আল ফারুক (৩২), মনির (৫০) ও মাকসুদুর (৩৬)।



ফেইসবুকে আমরা