বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার বিজয় দিবসের আলোচনা সভা

  প্রকাশ : ২০২২-১২-২৪ ১৭:০৮:৫৬  

পরিস্থতি২৪ডটকম : বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে গতকাল ২৩ ডিসেম্বর শুক্রবার বিকাল চারটায় নগরের মৌসুমি আবাসিক এলাকায় মাননীয় তথ্য মন্ত্রীর বাসায় মহান বিজয় দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জেলা শাখার সভাপতি অধ্যাপক এডভোকেট কামরুন নাহার বেগমের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক স ম জিয়াউর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সহ সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, ডা আইরিন সুলতানা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম জেলা শাখার সভাপতি আলহাজ্ব ছালামত আলী, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মো. আবছার হাসান চৌধুরী, জেলার যুগ্ম সাধারণ সম্পাদক পরিবেশবিদ মো. ইমতিয়াজ আহমেদ, মো. সাজ্জাদ হোসেন, সমাজকল্যাণ সম্পাদক মো. হাসান মুরাদ, নৃত্যবিষয়ক সম্পাদক মো. হোসেন মধু, সাংস্কৃতিক সম্পাদক মো. শেখ নজরুল ইসলাম মাহমুদ।
সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো কি না শংসয় রয়েছে। তাঁর জন্মের কারণে বাংলাদেশের জন্ম। ১৯৪৭ সাল থেকে বাঙালি পরাধীন ছিল নানা জাতি ও গোষ্টির কাছে। অনেক নেতা আন্দোলন সংগ্রাম করেছিল স্বাধীনতার জন্য, কিন্তু তারা কেউ স্বাধীনতা এনে দিতে পারেন নি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই পেরেছে বাঙালির কাঙ্খিত স্বপ্নের স্বাধীনতা এনে দিতে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই স্বাধীনতার মহা নায়ক ও বাঙালি জাতির পিতা।
সভায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সদস্য এম এ হাশেম, মো. জসিম উদ্দিন, হানিফুল ইসলাম চৌধুরী, শিউলি আকতার, ইয়াসমিন আকতার, মো. গোলাম মোস্তফা, মো. ইয়াসিন মোল্লা, মো. বাবলু প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা