বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কক্সবাজারের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ

  প্রকাশ : ২০২০-১২-১২ ১৮:০৭:৪০  

পরিস্হিতি২৪ডটকম : বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কক্সবাজার জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিবাদ সমাবেশ করেছে। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ শ্লোগানে সাগরপাড়ের কবিতা চত্ত্বরে প্রতিবাদে মিলিত হয়েছিলেন জেলার সর্বস্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারিরা।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। তিনি বলেন, আগামী ১৬ ডিসেম্বর সমুদ্র সৈকতে বালু দিয়ে আমরা বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করব। নিরবে দাঁড়িয়ে প্রতিবাদ জানাবো। এ প্রতিবাদ বিশ্বময় ছড়িয়ে দিতে চাই।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আমিন আল পারভেজের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, পুলিশ সুপার মো. হাসানুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের সুপার মো. জিল্লুর রহমান, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, আর্মড পুলিশ ব্যাটালিয়নের সুপার আতিকুর রহমান, কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর পার্থ সারথি, কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার, কামাল হোসেন চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফাহমিদা বেগম, কক্সবাজার জেলা তৃতীয় শ্রেণির কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন কান্তি পাল।



ফেইসবুকে আমরা