বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ইদ্রিস বি.কম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২১-০৭-২৯ ১৭:৩৯:৩৫  

পরিস্হিতি২৪ডটকম : আনোয়ারার সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর প্রয়াত ইদ্রিস বি.কম এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল স্মরণ সভা গত সোমবার রাত ৮ ঘটিকায় ফেইজ টু ফেইজ ফেসবুক পেইজে অনুষ্ঠিত হয়। পেইজের মডারেটর বেলাল হোসাইন মিন্টু’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আবদুস সালাম, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের।
আলোচনায় বক্তারা বলেন মুক্তিযুদ্ধের সংগঠক,সাবেক সাংসদ ও উপজেলা চেয়ারম্যান এম ইদ্রিচ বি.কম সাধারণের মধ্যে থেকে জীবন-যাপন করেও অসাধারণ হয়ে উঠেছিলেন শ্রম-কর্ম-মেধা-মননের বিশালত্বে। মানুষকে দেখেছেন মানুষের পাশে দাঁড়িয়ে। সংগ্রামে আন্দোলনে ছিলেন প্রথম সারিতে। সংগঠক থেকে নেতৃত্বের আসনে নিজেকে এগিয়ে নিয়েছেন, অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। কোথাও থেমে থাকেননি।বক্তারা অরো বলেন, আপোষহীন লড়াকু মনোভাব নিয়ে বাঙালি জাতির বিকাশের পথ-পরিক্রমায় অন্যতম সংগঠক, পরিকল্পনাবিদ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লোভ-লালসা, মোহ, অন্যায় অবিচারের কাছে পরাজিত হননি কখনো। সবকিছু দু’পায়ে দলে শোষণ, বঞ্চনার বিপরীতে শোষিত বঞ্চিত, নিপীড়িত মানুষের মুক্তির লড়াইয়ের পতাকাটি হাতে তুলে নিয়েছিলেন তিনি ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা