বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ফৌজদারহাটে তেলের ডিপোতে আগুন

  প্রকাশ : ২০১৯-০১-১৬ ২০:৩৫:৩০  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের সীতাকুণ্ডের ফৌজদারহাট আবদুল্লাহ ঘাটা এলাকায় তেলের ডিপোতে বুধবার (১৬ জানুয়ারি) দুপুর ১ টা ৫৫ মিনিটে আগুন লাগে । লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয় বিকেল ৪ টা ১০ মিনিটে।ফায়ার সার্ভিসের ৫ স্টেশনের ২০টি গাড়ি ২ ঘণ্টার চেষ্টায় ডিপোর আগুন নেভাতে সক্ষম হয়েছে ।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, দাহ্য পদার্থ থাকায় ওই ডিপোতে আগুন লাগার সঙ্গে সঙ্গে তা চারপাশে দ্রুত ছড়িয়ে পড়ে। এ কারণে আগুণ নেভাতে বেগ পেতে হয়। আগ্রাবাদ, বন্দর, নন্দনকানন, বায়েজিদ ও কুমিরা স্টেশনের ২০টি গাড়ি দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
তিনি বলেন, এ দুর্ঘটনার কারণ ও ক্ষতির পরিমাণ তৎক্ষণিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি।ঢাকা থেকে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। কমিটি তদন্ত সাপেক্ষে ক্ষতির পরিমাণ জানাতে পারবে। তবে অগ্নিকাণ্ডে ডিপোর পাশের একটি গাড়ি সার্ভিসিং সেন্টার ক্ষতিগ্রস্থ হয়েছে। পাশের ৬টি বসতঘর পুড়ে গেছে



ফেইসবুকে আমরা