বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয় উৎসবে যোগ দিয়েছেন

  প্রকাশ : ২০১৯-০১-১৯ ১৫:৫৩:২২  

পরিস্হিতি২৪ডটকম : একাদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় উদযাপনে আওয়ামী লীগের বিজয় উৎসবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ৩টার পরপরই সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি। শনিবার দুপুর আড়াইটায় সমাবেশ শুরু হয়। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। মাওলানা এটি এম আবদুল মোমেন সিরাজী পবিত্র কুরআন তিলাওয়াত করেন। দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হলেও সকাল থেকে মিছিল নিয়ে সমাবেশ স্থলে আসতে শুরু করেন নেতাকর্মীরা।

‘জয় বাংলা’ স্লোগানে মুখর হয়ে উঠেছে সমাবেশ প্রাঙ্গণের আশেপাশের এলাকা। লালসবুজ টি-শার্ট , ক্যাপ পরে সমাবেশ স্থলে বিজয় উদযাপনে আসছেন নেতাকর্মীরা।
ভোটের ১৯ দিন পর আজ বিজয় উৎসব উদযাপন করছে আওয়ামী লীগ।
সভাস্থলে যারা আসছেন, তাদের অনেকের গায়েই রয়েছে লাল-সবুজ টি–শার্ট, মাথায় সবুজ, হলুদ আর লাল টুপি।
সমাবেশস্থলে ঢোকার একাধিক ফটকে দেখা গেছে ব্যাপক ভিড়। উদ্যানের ঢোকার আগে তল্লাশি চলছে প্রত্যকের। মঞ্চের আশপাশে আওয়ামী লীগের প্রতীক নৌকা ও বেলুন দিয়ে সাজানো হয়েছে। ফটকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনার ছবি এবং এর পাশাপাশি আওয়ামী লীগের বিভিন্ন অর্জনের ছবি রাখা হয়েছে



ফেইসবুকে আমরা