বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

প্রধানমন্ত্রীর ব-দ্বীপ পরিকল্পনা যুগান্তকারী পদক্ষেপ: স্পিকার

  প্রকাশ : ২০১৯-০১-১৭ ১৯:০৭:০৩  

পরিস্হিতি২৪ডটকম : বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদ হাটে ‘সমকাল সমাজ উন্নয়ন সংস্থা’ আয়োজিত জলবায়ু ও কৃষি মেলা-২০১৯ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও রংপুর-৬ পীরগঞ্জ আসনের এমপি ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘কৃষি অর্থনীতির উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত দেশ গড়া সম্ভব।’
এ সময় তিনি জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব-দ্বীপ পরিকল্পনা যুগান্তকারী পদক্ষেপ উল্লেখ করে বলেন, ‘সরকার নিজস্ব জলবায়ু তহবিল গঠন, উপকূলীয় অঞ্চলে সাইক্লোন শেল্টার নির্মাণ, লবণাক্ততা সহনশীল ধানের জাত উদ্ভাবনসহ নানা পদক্ষেপ গ্রহণ করেছে যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে এদেশের কৃষি ও কৃষকের অভিযোজনে ও টেকসই লক্ষ্য অর্জনে ভূমিকা রাখবে।’
ড. শিরীন শারমিন বলেন, শেখ হাসিনার সরকার দরিদ্র বান্ধব সরকার, কৃষি বান্ধব সরকার। মাত্র ১০ টাকায় কৃষকের জন্য ব্যাংক একাউন্ট খোলা, সার, বীজ ও কীটনাশকের সহজলভ্যতা এবং সঠিক কৃষিনীতি গ্রহনের কারনে বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ‘
এ সময় তিনি খাদ্য সংরক্ষণ ও বিপণনে উদ্ভাবনী চিন্তা ভাবনা প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন। দেশে কেউ দরিদ্র থাকবে না উল্লেখ করে স্পিকার বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধারাবাহিক দুই মেয়াদে রাষ্ট্র ক্ষমতায় এসে দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২২ শতাংশে নামিয়ে এনেছেন।’
তিনি বলেন, ‘সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাসমূহ দারিদ্র্য কমিয়ে আনতে কাজ করলে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ তরান্বিত হবে। সরকার গ্রামীণ দারিদ্র্য কমিয়ে আনতে বয়স্কভাতা, বিধবাভাতা, প্রতিবন্ধী ভাতা, ল্যাকটেটিং মাদার ভাতা প্রদান করছে। ভবিষ্যতে এর আওতা আরও বৃদ্ধি করা হবে। এছাড়াও গ্রামীণ নারীদের জন্য আয়বর্ধক সেলাই প্রশিক্ষণ, কম্পিউটার প্রশিক্ষণ এবং ভিক্ষুকদের পূনর্বাসনের পদক্ষেপ গ্রহণ করেছে।’
অনুষ্ঠানে পীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোনায়েম সরকার মানু, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন, রংপুর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিদুল ইসলাম পিন্টু, সমকালের নির্বাহী পরিচালক আব্দুল হামিদ স্বাগত বক্তব্য রাখেন।
সংস্থাটির সভাপতি আঃ কুদ্দুস মন্ডল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এর আগে স্পিকার তিন দিনব্যাপী জলবায়ু ও কৃষি মেলার উদ্বোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। মেলায় জলবায়ু ও পরিবেশ সম্পর্কীয় স্টল স্থান পেয়েছে। বিকেলে স্পিকার বড়পাহাড়পুর শানেরহাটে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।



ফেইসবুকে আমরা