বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

দেশের তিন জেলাসহ ২ বিভাগে বৃষ্টির আভাস

  প্রকাশ : ২০২১-০৩-০৯ ১৪:২৫:৫৯  

পরিস্হিতি২৪ডটকম : ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলগুলোয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে গত কয়েক দিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে ৪ মিলিমিটার, নেত্রকোনায় ২২ মিলিমিটার এবং শ্রীমঙ্গলে ৩৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আগামী ৩ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

 



ফেইসবুকে আমরা