বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

দুস্থ ও গরিব শিক্ষার্থীদের মাঝে রাউস’র নগদ অর্থ বিতরণ

  প্রকাশ : ২০২১-১১-০৭ ১১:২৬:৪৯  

পরিস্হিতি২৪ডটকম : আর্তমানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন রাউজান উত্তরসর্তা সমিতি (রাউস)’র ৪র্থ সেলাই প্রশিক্ষণ, গরিব-দুস্থদের মাঝে নগদ অর্থ ও গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি বিতরণ গত ৫ নভেম্বর শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়। এ সময় সমিতির জাকাত ফান্ড থেকে দুই লক্ষ টাকা ও প্রবাসী মোহাম্মদ ওসমান আলীর পৃষ্ঠপোষকতায় সেলাই প্রশিক্ষণের জন্য দু’টি উন্নতমানের সেলাই মেশিন প্রদান করা হয়। সেলাই প্রশিক্ষণে ৭৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সেলাই প্রশিক্ষক ছিলেন ফাতেমা জেসমিন ও ইশরাত জাহান। এছাড়াও উত্তরসর্তা গ্রামের জাগরণী ক্লাবের জন্য অক্সিজেন সিলিন্ডার ক্রয়ে সতের হাজার নগদ অর্থ প্রদান করা হয়।
অধ্যাপক মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবীণ চিকিৎসক ডা. এম এ জাফর। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মোজাফফর আলী চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম সিদ্দিকী, দৌলত আহমেদ, মাহাবুবুল আলম, অর্থ সম্পাদক লায়ন মোহাম্মদ আলী, যুগ্ম সম্পাদক আলাউদ্দিন, সালাউদ্দিন আহমেদ বুলেট, মাস্টার সোলাইমান, ব্যবসায়ী আবদুল মান্নান, জাগরণী ক্লাবের সভাপতি মোহাম্মদ আলী, মেম্বার শম্ভু, নেপাল দাস প্রমুখ। বিগত ৯ বছর যাবত রাউজান উত্তরসর্তা সমিতি এলাকার মানুষের জীবনমানের উন্নয়নের নানামুখী কর্মকা- পরিচালনা করে আসছে। উল্লেখ্যযোগ্য কর্মসূচি অগ্নিদুর্গতের অর্থ সাহায্য, অসচ্ছল পরিবারকে চিকিৎসা ভাতা, শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র বিতরণ, অদক্ষ মহিলাদের সেলাই প্রশিক্ষণ এবং আগামীতে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে টেকনিক্যাল প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা