বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

তমিজিয়া ছাত্র পরিষদ চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-০৫-১৮ ১৬:১৯:৫২  

পরিস্হিতি২৪ডটকম : গতকাল ১৭ মে ২০১৯ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় নগরীর চকবাজার এলাকায় বিসিএস হেল্পলাইন হল রুমে কক্সবাজারের ঐতিহ্যবাহি খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার চট্টগ্রামস্থ প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন তমিজিয়া ছাত্র পরিষদ-চট্টগ্রাম এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল-১৯ অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মমতাজ উদ্দিন কাদেরী। অনুষ্ঠানে দাখিল ব্যাচ-১৪ এর ছাত্র আব্দুল্লাহ আল মুরাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম জজ কোর্ট সরকারী আইন কর্মকর্তা এড. মুহাম্মদ ওমর ফারুক শিবলি, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, সিটিজি পোষ্ট ডট কম এর সম্পাদক স. ম. জিয়াউর রহমান, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) এর চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। এতে আরো উপস্থিত ছিলেন ইকবাল হোছাইন, শহিদুল ইসলাম শাকিল, ডা, শফিউল বশর, আবদুল্লাহ্ আল মুরাদ, ইফতেখারুল ইসলাম রাগিব, হাবিবুর রশীদ সহ শতাধিক প্রাক্তন ছাত্র উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে তমিজিয়া ছাত্র পরিষদ-চট্টগ্রাম এর একটি প্রস্তাবিত কমিটিকে অনুমোদন দেন তমিজিয়া মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা। ঘোষিত নতুন কমিটিতে বদরুল মুনির কনক সভাপতি, ইফতেখারুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আব্দুল্লাহ আল মুরাদকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয় এবং অনুষ্ঠানে তমিজিয়া ছাত্র পরিষদের কার্যক্রম সম্পর্কে ধারণা প্রদান করা হয়। কার্যক্রম গুলো হচ্ছে- সম্পর্ক স্থাপন, গবেষণা, সভা, প্রশিক্ষণ কর্মশালা, উন্নয়ন বিষয়ক সেমিনার, পুনর্মিলন ও শিক্ষা সহায়তা প্রদান। তাদের লক্ষ্য ও উদ্দেশ্য- চট্টগ্রামস্থ তমিজিয়ানদের মধ্যে ভ্রাতৃত্ব স্থাপন ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে সেতুবন্ধন তৈরি করা, চট্টগ্রামস্থ তমিজিয়ানদের মধ্যে যারা গরীব ও মেধাবী শিক্ষার্থীদের কে শিক্ষা সহায়তা দেওয়া, মাদ্রাসায় সার্বিক কল্যাণ সাধন, প্রাক্তন ছাত্র সংসদ কে সার্বিক সহযোগিতা করা, শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করা, ঐক্য ও সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে মাদ্রাসার ঐতিহ্য লালন ও শিক্ষার মান উন্নয়নের সহায়ক ভূমিকা পালন করা, প্রাক্তন শিক্ষার্থীদের কর্মস্থান তৈরীর সহযোগিতা করা, কোন জরুরী মুহূর্তে সাড়াদান, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মোটিভেশন করার মাধ্যমে উন্নয়ন সাধন করা, প্রতিবছর মাদ্রাসা ক্যাম্পাসে শিক্ষা বান্ধব সেমিনারের মাধ্যমিক উচ্চ শিক্ষার জন্য উৎসাহ প্রদান করা।

প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা