বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

টিকটকের বিকল্প আনছে ইউটিউব

  প্রকাশ : ২০২০-০৯-১৯ ১৯:২৮:০২  

পরিস্হিতি২৪ডটকম : ভারতে নিষিদ্ধ হওয়ার পর টিকটক যেমন বিশাল সংখ্যক গ্রাহক হারিয়েছে তেমনি হতাশ হয়েছেন লাখো কোটি ব্যবহারকারীও। লম্বা সময় ধরে অভ্যস্ত হয়ে ওঠার পর হঠাৎ টিকটক বন্ধ হয়ে যাওয়ায় শূন্যতা তৈরি হয়েছে ভারতীয় গ্রাহকদের মধ্যে। এই শূন্যতা দূর করতে এবার এগিয়ে এসেছে ইউটিউব।

প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, ভারতে নিজের টিকটক সংস্করণ ‘শর্টস’-এর বেটা সংস্করণ পরীক্ষা করবে। প্রতিটি শর্টস ভিডিওর দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ১৫ সেকেন্ড।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইউটিউবের অন্যান্য ভিডিওর মতো এতেও যুক্ত করা যাবে প্রতিষ্ঠানটিরই অনুমোদিত মিউজিক। চাইলে কয়েকটি ফুটেজ যুক্ত করেও একটি ভিডিও বানানো যাবে।

প্রতিষ্ঠানটির পণ্য ব্যবস্থাপনা বিভাগের ভাইস প্রেসিডেন্ট ক্রিস জেফি বলেছেন, নিজের মোবাইল ফোন ব্যবহার করে যারা স্বল্পদৈর্ঘ্যের ভিডিও ধারণ করতে পছন্দ করেন, তাদের জন্যই এ শর্টস।



ফেইসবুকে আমরা