বাংলাদেশ, , শুক্রবার, ৩ মে ২০২৪

জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরের উদ্যোগে করোনা ভাইরাস থেকে পৃথিবী ও সমাজকে বাঁচাতে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২০-০৩-১৯ ১৬:১১:০০  

পরিস্হিতি২৪ডটকম : করোনা ভাইরাস থেকে পৃথিবী এবং সমাজকে বাঁচাতে সীতাকুন্ড শঙ্কর মট ও মিশনের মঠাধ্য শ্রী শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজের আদেশ ক্রমে জেলা ও উপজেলায় শঙ্কর মট ও মিশনের বিভিন্ন মন্দিরে ভগবানের প্রার্থনা করার প্রয়াসে ফটিকছড়ি উপজেলা শ্রী শ্রী জ্যোতিশ্বরানন্দ গীতা মন্দিরে গত ১৭ মার্চ ২০২০ এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরহিত্য করেন শ্রীমৎ স্বামী পরমানন্দ গিরি মহারাজ। আরো উপস্থিত ছিলেন ডা. রতন দাশ, বাবুল প্রদীপ রায়, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কাজল পাল, ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, জহর লাল শীল, রজত পাল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, সুজন পাল, খোকন সূত্রধর, বিপ্লব ধর, তরুণ দাশ (লেদু), সৌরভ এ্যানি দাশ, সন্ধ্যা রাণী শীল, পারুল শীল, রঞ্জিত দাশ, টিপু দাশ, ইমন দাশ, তন্ময় দাশ, লিঙ্কন দাশ, সাগর দাশ, প্রমূখ।
সংবাদ বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা