বাংলাদেশ, , রোববার, ১৯ মে ২০২৪

চুনতীর ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১৬তম দিনে বক্তারা : এই মাহফিলে আসলে রুহানি ফয়েজ হাসিল হয়

  প্রকাশ : ২০১৯-১১-২৫ ২০:৩৯:১৩  

পরিস্হিতি২৪ডটকম : আজ ২৫ নভেম্বর ২০১৯ইং সোমবার বাদে আছর হতে শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ১৬তম দিন চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে অনুষ্ঠিত হয়। ছদরে মাহফিল ছিলেন লোহাগাড়া দক্ষিণ সুখছড়ি আবদুল খালেক শাহ ফাযিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ওহিদ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রিয় আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসালাম আমিন। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক এর সঞ্চালনায়- আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা মিরপুর জামিয়া মুহাম্মদিয়ার মুহতামিম মাওলানা খালেদ সাইফুল্লাহ, চট্টগ্রাম ওমর গণি এম.ই.এস.কলেজের অধ্যাপক ও সাবেক বিভাগীয় প্রধান ড. মাওলানা আ.ফ.ম. খালেদ হোসাইন, পটিয়া জিরি আল জামিয়াতুল ইসলামিয়ার মুহতামিম আল্লামা শাহ্ মুহাম্মদ তৈয়ব, চট্টগ্রাম অলি খাঁ জামে মসজিদের খতিব মাওলানা আবদুল মন্নান আশরফী। আলোচকগণ বলেন, এই মাহফিলে আসলে রুহানি ফয়েজ হাসিল হয়। হাদিস শরিফে বলা হয়েছে যেখানে আল্লাহ এবং আল্লাহর রাসুলে করিম (সাঃ) আলোচনা হয় সেইখানে আমরা কিন্তু নানান ভাবে শিখতে পারি জানতে পারি, মানুষ জানতে জানতে আত্মার পরিশুদ্ধি করে। এতে আরো উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়ালী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, মিয়া মোহাম্মদ গোলাম কবির, আলহাজ্ব আবু তাহের, মুহাম্মাদ অলিউদ্দিন, চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার অধ্য মাওলানা হাফিজুল হক নিজামী। এছাড়াও সাতকানিয়া, লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে তেলাওয়াতে কোরআন পাঠ করেন হাফেজ মুহাম্মদ দিদার, আবু তাকরীম মুহাম্মদ সিফাতুল্লাহ। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন মুহাম্মদ জামাল উদ্দীন, হোসাঈন মুহাম্মদ সাঈদী।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা