বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

চন্দনাইশে ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র জন্মবার্ষিকী পালিত

  প্রকাশ : ২০২১-০২-২৩ ১৯:২০:৪৯  

পরিস্হিতি২৪ডটকম : উপমহাদেশের প্রখ্যাত কংগ্রেস নেতা, কলকাতা সিটি মেয়র, বৈষম্যহীন সমাজের স্বপ্নদ্রষ্টা, নন্দিত বিপ্লবী, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দানবীর-কর্মবীর, বিশ্ববিখ্যাত আইনজীবি ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র ১৩৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ২২ ফেব্রুয়ারি ২০২১ চন্দনাইশের প্রাচীনতম ঐতিহ্যবাহী বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল প্রভাত ফেরী, শ্মশানে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা ইত্যাদি। এছাড়াও বরমায় দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র শ্মশানে বরমা ইউনিয়ন পরিষদ, বরমা প্রেসক্লাব, দেশপ্রিয় খেলাঘর আসর, এলাকাবাসীসহ বিভিন্ন প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলি বা পুষ্পস্তবক অর্পন করে।
প্রধান শিক্ষক আ হ ম সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানমালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সমীরন কুমার দত্ত, গোপাল বিশ্বাস, কাঞ্চন চক্রবর্তী, নুরুল হোসেন, শিউলি দাশ, হালিমা বেগম, শর্বরী দে, আমিনুল ইসলাম, জুয়েল শীল, উত্তম কুমার বড়–য়া, জেএম সেনের দৌহিত্র লিটন সেনগুপ্ত বাবু, অপু কুমার দেব, টিটন দাশ, ওয়াসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র স্থাপন, পাঠ্যবইতে দেশপ্রিয়ের জীবনী লিপিবদ্ধ বা পাঠ্যভুক্ত করণ, আন্দরকিল্লা-লালদীঘি জেএম সেন এভেনিউ পুনপ্রকাশ, দেশপ্রিয়ের নামে চট্টগ্রামে একটি সড়ক নাম করণ, বরমায় সেন পরিবারের প্রতিষ্ঠিত বিনোদিনী বালিকা বিদ্যালয় পুনপ্রতিষ্ঠা, সেনবাড়ি যাদুঘর স্থাপন ইত্যাদির জন্য সরকারের প্রতি জোর দাবী জানান।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা