বাংলাদেশ, , রোববার, ২৮ এপ্রিল ২০২৪

চট্টগ্রামবাসীর চাহিদা মোতাবেক গরু নিয়ে এএন এফ এল এগ্রো ফার্মের শুভ উদ্বোধন

  প্রকাশ : ২০২১-০৬-২৫ ২৩:৫৬:৪৮  

পরিস্থিতি২৪ডটকম  : চট্টগ্রামে গরুর চাহিদা পূরণ এবং আসন্ন কোরবানীতে চট্টগ্রামবাসীর চাহিদা মোতাবেক গরু নিয়ে এ এন এফ এল এগ্রো ফার্মের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ ২৫ জুন শুক্রবার বিকাল ৫টায় চট্টগ্রাম নগরীর কুয়েশ রুটে অন্যান্য আবাসিক এলাকার পার্শবর্তী বিশাল এলাকা নিয়ে গড়ে তোলা এ এগ্রো ফার্মটি শুভ উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবি চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি (বি ব্লক) এর সভাপতি এডভোকেট জিয়া উদ্দিন আহমদ। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারী ইউনুছ গণি চৌধুরী।
এ এন এফ এল প্রাপার্টিজ লি: এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন আলহাজ¦ আহসানুল করীম এমজেএফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এগ্রো ফার্মের উদ্যোক্তা ফয়সাল ইবনে আহসান জয়, বোয়ালখালী আওয়ামী লীগের সহসভাপতি আবসার উদ্দিন সেলিম, চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি (বি ব্লক) এর সহসভাপতি ইঞ্জিনিয়ার এস এম আবদুল কাদের, মুসলিম উদ্দিন, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাঈল, এ ব্লক এর সাধারণ সম্পাদক আবদুল মনছুর, সহসভাপতি আয়ুব, ব্যবসায়ী গোলাম আব্বাস, মাওলানা আবদুল্লাহ, বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আবসার হিরু, মিষ্টি মেলার এমডি মো: হারুন, ব্যাংকার চৌধুরী সাজিদ মাহমুদ, এনামুল হাসান, ব্যবসায়ী মো: আযুব, কৃষিবিদ গিয়াসুদ্দিন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ইউনুছ গণি চৌধুরী বলেন, এগ্রো ফার্ম ব্যবসায় একজন মেধাবী ছাত্র ফয়সাল ইবনে আহসান জয় যে উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছ তা প্রশংসার দাবীদার। এই ফার্মের মাধ্যমে চট্টগ্রামবাসী চাহিদা মতো গরু কিনতে পারবে সাথে সাথে অনেক লোকের কর্মসংস্থান হবে।
উদ্বোধক এডভোকেট জিয়া উদ্দিন আহমদ বলেন, সুবিশাল এবং মনোরম পরিবেশে এই ফার্মটি সত্যি প্রশংসার দাবী রাখে। করোনা মহামারির এই সময়ে চট্টগ্রাম বাসী আসন্ন কোরবানীর গরু কিনতে খুবই সাচ্ছন্দ্য বোধ করবে।
এ এন এফ এল’র এমপি আহসানুল করীম এমজেএফ বলেন, আমরা অনেক ফার্ম পরিদর্শন করেছি। সেই ফার্ম গুলোর চেয়ে উন্নত পরিবেশ দেয়ার মাধ্যমে মান সম্মত গরু আমাদের ফার্মে রেখেছি। সকল গরু গুলো গৃহপালিত। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই গরু গুলো আমরা সংগ্রহ করেছি। কোন প্রকার ঔষুধ কিংবা মোটা তাজা করণ ছাড়া স্বাভাবিক নিয়মে এই গরু গুলোকে রাখা হয়েছে।
এ এন এফ এল এগ্রো ফার্মের উদ্যোক্তা ফয়সাল ইবনে আহসান জয় বলেন, বাবা-মায়ের উৎসাহ নিয়ে এবং শুভাকাংখীদের প্রেরণায় আমি ছাত্রজীবনে এ ব্যবসায় মনোযোগ দিয়েছি। কৃত্রিমতা ছাড়াই আমরা প্রকৃতিক নিয়মেই গরুর ফার্মটি চালাবো। লাভের চেয়ে সেবাকে বেশী প্রধান্য দিবো। চট্টগ্রাম নগরীর চাহিদা পূরণ করতে আমরা আরো বড় আকারে এ ফার্ম পরিচালনা করবো ইনশাল্লাহ।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা