বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

কিরাত বাংলা’র যুগপূর্তি উপলক্ষে লেখক সম্মিলন

  প্রকাশ : ২০২৩-০১-১০ ১৫:৩৪:৩২  

কিরাত বাংলা লেখক সম্মিলনে বক্তারা  :  ” প্রাচীন চট্টগ্রামের ইতিহাসগুলো নবপ্রজন্মের কাছে তুলে ধরে
আগামী প্রজন্মকে শক্তিশালী জাতি হিসেবে গঠন করতে হবে “

পরিস্থিতি২৪ডটকম : প্রাচীন চট্টগ্রামের আদিনাম সমূহের অতি প্রাচীন নাম কিরাত। আমাদের গৌরবোজ্জ্বল প্রাচীনতম এই কিরাত রাজ্য বা কিরাত জাতিগোষ্টির ইতিহাসকে নবপ্রজন্মের সম্মুখে তুলে ধরার প্রত্যয় নিয়ে প্রকাশিত ইতিহাস সাহিত্য সংস্কৃতি বিষয়ক অনিয়মিত ও অলাভজনক কাগজ ‘কিরাত বাংলা’র যুগপূর্তি উপলক্ষে ‘কিরাত বাংলা’ লিটল ম্যাগাজিন-এর উদ্যোগে লেখক সম্মিলন ১৪২৯ ( গতকাল) ৯ জানুয়ারি ২০২৩, সোমবার বিকেল ৩টায় চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এই লেখক সম্মিলনে লিটল ম্যাগাজিন ভিত্তিক ক্ষুদে ও বিজ্ঞ লেখকদের মিলনমেলা পরিনত হয়। লেখক মিলনমেলায় বিজ্ঞ আলোচকগণ বলেছেন, ইতিহাস-ঐতিহ্যের এই প্রাচীন চট্টগ্রামের ইতিহাসগুলো নবপ্রজন্মের কাছে তুলে ধরতে পারলে আগামী প্রজন্ম সমৃদ্ধ ইতিহাস জেনে উপকৃত হবেন। গৌরবোজ্জ্বল হাজার হাজার বছরের প্রাচীন চট্টগ্রামের ইতিহাসগুলো বিশ্বদরবারে নন্দিত, কিন্তু আমাদের সন্তানগন তাহা জানেন না। বাংলা সাহিত্যের আদি প্রাচীনতম নিদর্শন চর্যাপদ ও চর্যাপদের আবাসভূমি আমাদের এই চট্টগ্রামে । চর্যাপদের বিভিন্ন শ্লোক গুলো চট্টগ্রামের ভাষায় রচিত। চর্যাপদ রচয়িতা কবিদের বাড়ীও চট্টগ্রামে বলে ইতিহাসে প্রমানিত। এ সময় বক্তারা চর্যাপদ ও প্রাচীন চট্টগ্রামের প্রত্নসম্পদ ও গৌরবোজ্জ্বল ঐতিহ্যগুলো লেখক, গবেষক, কবি, সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে সমগ্র বিশ্বে তুলে ধরে কিরাতের ঐতিহ্য প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য ইতিহাসবিদদের প্রতি আহ্বান জানান। কিরাত বাংলার উপসম্পাদক ও বিশিষ্ট লেখক ও প্রাবন্ধিক প্রকৌশলী সৌমেন বড়ুয়ার সভাপতিত্বে, বিশিষ্ট ইতিহাসবেত্তা ও কিরাত বাংলার সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীনের পরিচালনায় এই লেখক সম্মিলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও গ্রন্থপ্রনেতা অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়ুয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট প্রাবন্ধিক ও লেখক, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ। উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক লায়ন শওকত আলী নুর। আলোচনায় অংশগ্রহণ করেন প্রাবন্ধিক ও ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, পরিবেশবাদী সংগঠক ও রাজনীতিক এম এ হাশেম রাজু, চট্টগ্রাম নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বিশিষ্ট লেখক কামাল উদ্দিন, প্রবীণ সাংবাদিক অমর কান্তি দত্ত, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো. মনজুরুল ইসলাম, চর্যাপদ বিষয়ক গবেষক কবি বিশ্বজিৎ বড়ুয়া, বিশিষ্ট প্রাবন্ধিক সাংবাদিক লায়ন আবু ছালেহ, বিশিষ্ট লেখক ও অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, মো. তাওসিফুল আলম, কবি দেলোয়ার হোসেন মানিক, কবি আলমগীর হোসাইন, শিক্ষাবিদ ও কবি কুতুব উদ্দিন বখতেয়ার, কবি এইচ এম আলমগীর চৌধরী রানা, প্রবীণ শিক্ষাবিদ সমীরণ বড়ুয়া, রাজনীতিক মাস্টার আবুল হোসেন, প্রাবন্ধিক নেছার আহমদ খান, কবি সৈয়দ সাহাবুদ্দিন মো. আজিজ, গীতিকার সাফাত বিন সানাউল্লাহ, বিশিষ্ট প্রাবন্ধিক ড. সবুজ বড়ুয়া শুভ, শিক্ষক আবু সুফিয়ান ছানভী, প্রবীণ সংগীত শিক্ষক অচিন্ত্য কুমার দাশ, রতন ঘোষ, কবি জসীম উদ্দিন চৌধুরী, এমরান হোসেন মিটু, অধ্যক্ষ মো. ইউনুচ কুতুবী, গবেষক ও কবি নাজমুল হক শামীম, মোখলেছুর রহমান, কবি ইমরানুল ইসলাম, প্রাবন্ধিক মোহাম্মদ শাহাজাহান, কবি মোহাম্মদ ইছহাক, আসিফা মেহজাবিন, কাঞ্চন বড়ুয়া, সঙ্গীতশিল্পী ও কবি মো. ইব্রাহিম প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা