বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

কর্ণফুলী জুলধায় আমার বাড়ি আমার খামারের উঠান বৈঠক সম্পন্ন

  প্রকাশ : ২০২০-১২-০৩ ১৭:২৩:০৪  

পরিস্হিতি২৪ডটকম : কর্ণফুলী উপজেলার জুলধায় পল্লী সঞ্চয় ব্যাংক-আমার বাড়ি আমার খামার প্রকল্পের এক উঠান বৈঠক সম্প্রতি (গতকাল) জুলধা কানু মাতব্বর বাড়িতে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার মিসেস শাহিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন জুলধা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমদ। জুলধা ৫নং ওয়ার্ড তৃণমূল সমিতির সভাপতি তানিয়া আকতার এশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা ফিল্ড অফিসার আবুল হাসনাত। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানু মাতব্বর বাড়ি সমাজকল্যাণ পরিষদের সভাপতি নাজিম উদ্দিন, সেক্রেটারী মো. আবদুল কাদের, সমন্বয়কারী ইফতেখার আলম সোহেল, সমাজসেবক শাহজাদা মনজুর আলম, আজগর হোসাইন, মোহাম্মদ নূর, সাংবাদিক এস কফিল, ফিল্ড অ্যাসিসটেন্ট জয়ন্ত বিকাশ চাকমা, রতন চাকমা, আবদুল কাইয়ুম, তোফাচ্ছের আহমেদ, মনিরুজ্জামান, শারমিন আকতার, আছিয়া বেগম, পারভিন আকতার, হোসনারা বেগম, খুরশিদা বেগম প্রমুখ।
উঠান বৈঠকে ইউএনও শাহিনা সুলতানা বলেন, সরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য বহু কর্মসূচি গ্রহণ করেছে। তন্মধ্যে উন্নত জাতি গড়ার জন্য পল্লী সঞ্চয় ব্যাংকের আমার বাড়ি আমার খামার প্রকল্প অন্যতম। আত্মকর্মসংস্থানমূলক ও আয়বর্ধক কর্মসূচির মধ্য দিয়ে এ প্রকল্প সমাজের দারিদ্রতা বিমোচনের জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ, ঋণদান ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে।
সুখীসমৃদ্ধ সমাজ গড়তে সরকারের পাশাপাশি জনসাধারণকে আগ্রহী হতে হবে। দেশদ্রোহী ষড়যন্ত্র ও গুজব প্রতিরোধ করতে হবে। করোনাকালসহ সবসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা