বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০২১-১১-১০ ২০:১৭:০০  

পরিস্থিতি২৪ডটকম: চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান ইমারাতুন্নেসা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠান ১০ নভেম্বর ২০২১ বুধবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গফুর। বিদ্যালয়ের শিক্ষক গাজী মো. বোরহান উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনারারী কনসাল দি কনস্যুলেট অব দি রিপাবলিক অব সাউথ আফ্রিকা আলহাজ্ব সোলায়মান আলম শেঠ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক ২নং জালালাবাদ ওয়ার্ড কাউন্সিলর শাহেদ ইকবাল বাবু, জেএমজি’র ম্যানেজিং ডিরেক্টর মাকসুদুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন আ স ম আবদুল করিম। আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক মোক্তার আহমদ, রিপন সুশীল, নুর-উল্লাহ তানভীর, রাজীব তালুকদার, সাইফুল কাদের প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সে বিষয়ে শিক্ষকদের ভূমিকা রয়েছে। কেননা আজকের এই শিক্ষার্থীরা আগামীতে দেশের চালিকাশক্তি। শুধু জ্ঞানার্জন নয়, পাশাপাশি নৈতিক মূল্যবোধ অর্জন করতে হবে।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা